• মাদকদ্রব্য উদ্ধার/আটক

    সিলেট আখালিয়ার রসুলবাগ এলাকা থেকে ৫ জুয়াড়ী আটক

      প্রতিনিধি ৫ মার্চ ২০২০ , ২:১২:১৮ অনলাইন সংস্করণ

    সিলেট প্রতিনিধিঃ সিলেট নগরীর আখালিয়ার রসুলবাগ এলাকা থেকে সিলেট র‌্যাব-৯ এর অভিযানে ৫ জুয়াড়ীকে আটক করা হয়েছে।

    বুধবার মধ্যরাতে র‌্যাব-৯ এর অপারেশন কমান্ডার মেজর মো. শওকাতুল মোনায়েম ও এএসপি মো. নাহিদ হাসানের নেতৃত্বে আখালিয়ার রসুলবাগ এলাকা থেকে অভিযান চালিয়ে ৫ জুয়াড়ীকে আটক করে।

    এসময় তাদের কাছ থেকে নগদ ১ হাজার ৩৮০ টাকা, ৭ টি মোবাইল ও ১৪টি সীমকার্ড উদ্ধার করা হয়।

    আটককৃতরা- জলালাবাদ থানার রসুলবাগের আব্দুল খালিকের ছেলে মো. রাজু মিয়া (২২), আখালিয়ার ব্রাম্মন শাশন ১ নং কলোনীর মৃত রেহান মিয়ার ছেলে মো. রাসেল আহমেদ (২৭), রসুলবাগের মৃত কালু মিয়ার ছেলে মো. রিদয় আহমেদ (১৯), আখালিয়া বটপাড়ার ছমির মিয়ার ছেলে সাজ্জাদ মিয়া (১৭), আখালিয়া কালীপাড়ার মো. বাদশা মিয়ার ছেলে মো. বেলাল মিয়া (৩৭)।

    আটককৃত আসামীদেরকে এসএমপির জালালাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে।

    বিষয়টি সত্যতা নিশ্চিত করেন র‌্যাব-৯ সিলেটের ভারপ্রাপ্ত মিডিয়া অফিসার মো. আনোয়ার হোসেন।

    আরও খবর

    Sponsered content