• লিড

    সিলেটস্থ আটগাঁও ইউনিয়ন ছাত্র কল্যাণ পরিষদের অভিষেক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়

      প্রতিনিধি ১৫ মার্চ ২০২০ , ৭:১১:৪৩ অনলাইন সংস্করণ

    স্টাফ রিপোর্টারঃঃ গতকাল শনিবার বিকাল তিনটায় সিলেট মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে সিলেটস্থ আটগাঁও ইউনিয়ন ছাত্র কল্যাণ পরিষদের অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷

    সংগঠনের সহ সভাপতি মঈনুল ইসলাম তুষারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ খানের পরিচালয়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ (আল আমিন চৌধুরী)।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঈন উদ্দিন আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ গিয়াস উদ্দিন, শাল্লা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ, দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার মিন্টু চৌধুরী, বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সেনা কর্মকর্তা কর্নেল সৈয়দ আলী আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক কামরুল হাসান চৌধুরী, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য আবু আব্দুল্লাহ চৌধুরী মাসুদ,সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সুয়েব চৌধুরী, শিমুলবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, দিরাই উপজেলা আওয়ামী লীগ নেতা মকসুদ আলম, শাল্লা উপজেলা আওয়ামী লীগ নেতা রুবায়েত হোসেন চৌধুরী।
    আরো বক্তব্য রাখেন সিলেট জেলা যুবলীগ নেতা জহিরুল ইসলাম জুয়েল, নুর মোহাম্মদ সজন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মৃন্ময় দাস ঝুটন, সংগঠনের উপদেষ্টা ফুরকান উদ্দিন, সংগঠনের সভাপতি রোমান আরমান।

    শুরুতেই কোরআন তেলাওয়াত করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসাইন, গীতা পাঠ করেন শান্ত রায়, স্বাগত বক্তব্য রাখেন আশরাফুল আলম, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম,
    এসময় সংগঠনের উপদেষ্টা আব্দুল ওয়াহাব, মিনহাজ আলম, সুজন আহমদ, মোঃ ইউসুফ খান, মোঃ জহির পরশ, সংগঠনের সহ সভাপতি সাদিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার হোসাইন, সালমান ফারসি, শীতল রায় শুপ্ত, সংগঠনের দপ্তর সম্পাদক পুলিন আহমেদ, প্রচার সম্পাদক স্নেহাশিস রায় শান্ত, সুমন বৌমিক, মহসিন আহমদ রাজীব, শাহরিয়ার সুমন, ফরহাদ আহমেদ, সুমন দাস, জিদান তালুকদার, এবি হাসনাত, নাঈম, শুভ, বাধন, আকাশ সহ সংগঠনের আরো অনেকেই উপস্থিত ছিলেন।
    অনুষ্ঠান শেষে অতিথিদের ক্রেস্ট দিয়ে সম্মাননা জানান।

    আরও খবর

    Sponsered content