প্রতিনিধি ১১ মার্চ ২০২০ , ৩:১৬:৫৬ অনলাইন সংস্করণ
আমির হোসেন, তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তের শাহ আরেফিন(রাঃ)ওরস ও রাজারগাঁও হিন্দু ধর্মের পুণ্যস্নান পর্নর্থীত এলাকায় জনসমাগম,মেলায় দোকান পাট,আগত বক্তদের কাফেলা নিশিদ্ধ করেছেন উপজেলা প্রশাসন,মাজার কমিটি ও পর্নর্থীত মন্দির কমিটির নেতৃবৃন্ধ। মঙ্গলবার দুপুরে শাহ আরেফিন(রাঃ)এর বাংলাদেশ সীমান্তে আইনশৃংখলা সবায় সর্ব সম্মতি ক্রমে আগামী ২১,২২ ও ২৩মার্চ দু-ধর্মের উৎসব নিয়ে এই সিদ্ধান্ত গ্রহন করা হয়। সভায় জানানো হয়,আগত বক্তগন মাজারের দান বাক্সে দান ও মানতের আশায় যারা আসবে তারা তাদের মত করে দান করে চলে যাবে। এবং শিন্নি করতে চাইলে শিন্নি করে চলে যাবে। কোন প্রকার ঘান বাজনা ও দোকান পাট বসিয়ে জনসমাগম করা যাবে না। পাশা পাশি কোন যানযট করা যাবে। স¤প্রতি বিশ্বে সবচেয়ে আলোচিত বিষয় করোনা ভাইরাস। বিশ্বজুড়ে মানুষ নিজেদের এবং তাদের পরিবারকে করোনা ভাইরাস থেকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করছে। ইতোমধ্যে বাংলাদেশেও ৩জনের দেহে করনা ধরা পড়েছে। তাই সাবধানতা অবলম্বন করতে দেশের সকল জায়গায় অতিরিক্ত জনসমাগম জনিত সকল অনুষ্ঠানমালায় কড়াকড়ি আরোপ করেছে সরকার। ওরস উদযাপন কমিটির সভাপতি ও তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জির সভাপতিত্বে সভায়,উপজেলা পরিষদ চেয়ারম্যান ও শ্রী শ্রী অদ্বৈত জন্মধাম মন্দির পরিচালনা কমিটির সভাপতি করুনা সিন্দু চৌধুরী বাবুল,উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যনার্জি,ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খন্দকার লিটন,তাহিরপুর ও জামালগঞ্জ সিনিয়র পুলিশ সার্কেল বাবুল আখতার,শাহ আরেফিন মাজার রক্ষনা বেক্ষন ও স্থানীয় কমিটির সভাপতি জালাল উদ্দিন,বাদাঘাট ইউপির সাবেক চেয়ারম্যান,ব্যবসায়ী ও আ,লীগ নেতা নিজাম উদ্দিন,শাহ আরেফিন মাজার রক্ষনা বেক্ষন ও স্থানীয় কমিটির সাধারণ সম্পাদক আলম সাব্বির,বাদাঘাট সরকারী ডিগ্রি কলেজের অধ্যাক্ষ জুনাব আলী,আইনশৃংখলা বাহিনী,মাজার ও মন্দির কমিটির নেতৃবৃন্ধসহ স্থানীয় গন্যমান ব্যক্তিগন উপস্থিত ছিলেন। ওরস উদযাপন কমিটির সভাপতি ও তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জি জানান,একটি মুসলমানদের ধর্মীয় উৎসব এবং হিন্দু ধর্মাবলম্বীদের গঙ্গাস্নান অত্যন্ত গুরুত্বপূর্ণ। মন্ত্রণালয় থেকে জনসমাগমের ক্ষেত্রে কড়াকড়ি আছে। মেলা উভয় কমিটি,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে জনসমাগম যাতে না হয় তার জন্য শাহ আরেফিন(রাঃ)ওরসে ও হিন্দু ধর্মের পুণ্যস্নানে করোনা ভাইরাস রোধে মেলায় দোকান ও আগত বক্তদের কাফেলা নিশিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। সে অনুযায়ী কঠোর নজরদারী বাড়ানো হবে। উপজেলা পরিষদ চেয়ারম্যান ও শ্রী শ্রী অদ্বৈত জন্মধাম মন্দির পরিচালনা কমিটির সভাপতি করুনা সিন্দু চৌধুরী বাবুল বলেন,জনস্বার্থে ও জনগনের নিরাপত্তার জন্য বর্তমান পরিস্থিতি মোকাবেলায় এবার বক্ত,আশেকান ও পূর্নার্থীদের জন্য আমরা সবাই বসে মেলায় দোকান পাট,আগত বক্তদের কাফেলা নিশিদ্ধ করা হয়েছে। সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।