• গ্রেফতার/আটক

    লোভাছড়া পাথর কোয়ারীতে জুয়া খেলার সরঞ্জামাদিসহ আটক ২

      প্রতিনিধি ২২ মার্চ ২০২০ , ১:৫৬:৫২ অনলাইন সংস্করণ

    ওহিদুল ইসলাম কানাইঘাট প্রতিনিধিঃ
    সিলেটের কানাইঘাট উপজেলার মোলাগুলে লোভাছড়া পাথর কোয়ারী হওয়ার সুবাদে এলাকার কিছু স্থানীয় যুবক কোয়ারীর বিভিন্ন স্থানে সংঘবদ্ধভাবে জুয়ার বোর্ড বসিয়ে দূর দূরান্ত থেকে আগত পাথর শ্রমিকদের বিভিন্ন কৌশল অবলম্বন করে তাদের অর্জিত পারিশ্রমিক সমস্ত টাকা-পয়সা গুলো হাতিয়ে নিয়ে যাওয়াই হচ্ছে তাদের লক্ষ্য-উদ্দেশ্য, এভাবেই চলতে থাকে তাদের অসামাজিক কার্যকলাপ ও অবৈধ টাকা ইনকাম। এলাকার সচেতন মহল এ বিষয়ে কয়েকবার বাধা প্রদান করলে তার কোন কাজের কাজ হয় নাই বরং উল্টা হুমকির সম্মুখীন হতে হয়েছে অনেককে, তবে অন্যায় করলে যে তার শাস্তি একদিন ভোগ করতেই হবে সেটা হয়তো তারা ভুলে গিয়েছিল। গত ২০ মার্চ শুক্রবার সন্ধ্যার পর প্রতিদিনের মতোই তারা কোয়ারীর বিভিন্ন স্থানে সংঘবদ্ধভাবে তাদের জুয়ার খেলার কলাকৌশল শুরু করে দেয়। খেলা চলাকালীন অবস্থায় এলাকার ধর্মপ্রান সাধারণ জনতা এই অসামাজিক কর্মকাণ্ডের উপর ক্ষুব্ধ হয়ে তাদেরকে ঘেরাও করে ফেলেন, সেই সময় ঘটনাস্থল থেকে সাহেদ আহমদ ও এক লেবার সর্দারকে আটক করতে সক্ষম হন এলাকাবাসী এবং জুয়া খেলার প্রয়োজনীয় সরঞ্জামাদিও উদ্ধার করেন বাদবাকিরা ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়, আটককৃত শাহেদ আহমদ ডাউকেরগুল গ্রামের সফিক আলীর ছেলে ও আটককৃত লেবার সর্দাররে বাড়ি সুনামগঞ্জ বলে যানা গেছে। আটকৃতদের সামাজিক শাস্তি হিসেবে কোয়ারীর সংলগ্ন কান্দলা নয়াবাজারে জনসম্মুখে উদ্ধারকৃত জুয়ার বোর্ড তাদের গলায় ঝুলিয়ে পুরো বাজারে গুরানো হয় ও তাদের মুখ দিয়ে বলানো হয় যে আমরা জুয়া খেলার অপরাধে আজ আমাদের এই শাস্তি। পরে একটি ব্যবসায়িক কার্যালয়ে এনে জনসম্মুখে এই অপকর্মের সাথে আর কারা জড়িত এবং ঘটনাস্থল থেকে কারা দৌড়ে পালিয়ে গিয়েছে সেটা জানতে চাইলে তারা যাদের নাম উল্লেখ করেন তারা হলেন, ডাউকেরগুল গ্রামের মৃত জফুর মিয়ার পুত্র ছালিক আহমদ (৩০) একই গ্রামের মৃত মুফিজ আলীর পুত্র দেলোয়ার হোসেন (৩৫) আর্জদ আলীর পুত্র সুমন আহমদ (২৮) মৃত মনির মিয়ার পুত্র কয়ছর আহমদ (৩০) খছন মিয়ার পুত্র শাওন আহমদ (২৫)। শান্তিপ্রিয় এলাকাবাসীরা জানান আমাদের এলাকায় এটা একটা ইসলামবিরোধী ও সমাজ বিরোধী মারাত্মক অসামাজিক কার্যকলাপ। তাই উল্লেখিত দুষ্কৃতীদের সঠিক তদন্তের মাধ্যমে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসন ও থানা পুলিশের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী। এবং আটককৃত সাহেদ আহমদ ও লেবার সর্দার কে বাজারে জনসম্মুখে কান ধরে উঠবস দিয়ে তাদের অভিভাবকের কাছে তুলে দেয়া হয়।

    আরও খবর

    Sponsered content