প্রতিনিধি ৯ মার্চ ২০২০ , ১২:১৬:১৭ অনলাইন সংস্করণ
মাহমুদ আহসান হাবিব,ঠাকুরগাঁও: ভিক্ষুকদের পূণর্বাসনের লক্ষে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় প্রধান মন্ত্রীর তহবিল থেকে বরাদ্দকৃত আড়াই লক্ষ টাকা দিয়ে ১০ জন ভিক্ষুকের মাঝে গবাদিপশু হিসেবে গরু ও ছাগল বিতরণ করা হয়েছে।
রোববার বিকেলে উপজেলা সমাজ সেবা অফিস চত্বরে এ উপলক্ষে আয়োজিত
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গবাদিপশুগুলো ভিক্ষুকদের
হাতে তুলে দেন জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না,
উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আফরিদা, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, সমাজসেবা অফিসার রফিকুল ইসলামসহ গণমাধ্যমকর্মীরা।
উল্লেখ্য, উপজেলার বিভিন্ন এলাকা থেকে সমাজসেবা অফিসের মাধ্যমে বাছাইকৃত প্রকৃত ১০ জন ভিক্ষুকের প্রত্যেককে ২৫ হাজার টাকায় কেনা একটি গরু ও একটি করে ছাগল প্রদান করা হয়।