• সারাদেশ

    রাজাগঞ্জ ব্রাদার্স ক্লাব এর উদ্দ্যোগে ২য় নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

      প্রতিনিধি ১৪ মার্চ ২০২০ , ৮:১৬:৫৫ অনলাইন সংস্করণ

    ওহিদুল ইসলাম কানাইঘাট(সিলেট)প্রতিনিধিঃ কানাইঘাট ৯নং ইউপির রাজাগঞ্জ ইউপিতে ব্রাদার্স ক্লাব এর উদ্দোগে আয়োজিত ২য় নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট ২০১৯ এবং ২০২০ সালের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান রাজাগঞ্জ বাজারসংশ্লিষ্ট শিকদার ফাউন্ডেশন কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রাজাগঞ্জ ইউপি আওয়ামিলীগ এর সহ-সভাপতি সোহেল রানা চৌধুরীর সভাপতিত্বে কানাইঘাট সরকারি কলেজ ছাত্রলীগ নেতা মারওয়ানুল করিম ও গাছবাড়ি আইডিয়াল কলেজ ছাত্র নেতা তৌহিদুল ইসলামের যৌথ পরিচালনায় উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টুর্নামেন্টের পৃষ্টপোষক বৃহত্তর সিলেট আওয়ামী পরিবার সৌদি আরব জিদ্দা শাখার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এরশাদ আহমেদ প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামিলীগ এর সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কানাইঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী,উপজেলা আওয়ামিলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক বানীগ্রাম ইউপির চেয়ারম্যান মাসুদ আহমেদ,জকিগঞ্জ উপজেলা আওয়ামিলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক এমএজি বাবর আহমেদ,সৌদি আরব প্রবাশী আওয়ামিলীগ নেতা ফজলুর রহমান,সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার,ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আহমেদ,কানাইঘাট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আহমেদ,কানাইঘাট উপজেলা ছাত্রলীগের অন্যতম নেতা মাহফুজ সিদ্দিকি,ব্রাদার্স ক্লাবের সভাপতি সাদিক আহমেদ,সহ সভাপতি নাজমুল ইসলাম নিলয়,সাধারণ সম্পাদক জুনেদ হুসেন ইমন,যুগ্ম সাধারণ সম্পাদক লালন হুসেন মুন্না প্রমুখ।এসময় প্রধান অতিথির বক্তব্যে শফিউল আলম চৌধুরী নাদেল বলেন,খেলাধুলা বিনোদনের প্রধান একটি অংশ প্রথম অবস্থায় এরকম স্থান থেকে খেলাধুলা শুরু হয়ে এক সময় বাংলাদেশ জাতীয় দলে খেলার সুযোগ হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সিলেটের অনেক জায়গা থেকে অনেকেই এখন জাতীয় পর্যায়ে খেলাধুলা করতেছে ক্রিকেট হোক আর ফুটবল হোক দুইটাতেই অংশগ্রহণ করতেছে তিনি আরোও বলেন বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সিলেটের ক্রিড়াঙ্গনকে এগিয়ে নিয়ে যেতে উনার অন্ত্যান্ত আন্তরিক রয়েছেন প্রধানমন্ত্রী ইতিমধ্যে তিনি সিলেটে ক্রিড়া বিষয়ে সকল স্থাপনা ও খেলাধুলার উন্নয়নে ৪শ কোটি টাকা বরাদ্ধ দিয়েছেন।যার কারনে খেলাধুলার ক্ষেত্রে সিলেট বিভাগ অনেকটাই এগিয়ে আছে।অবশেষে তিনি সামাজিক অবক্ষয় না হয়ার জন্যে গ্রাম পর্যায়ে ক্রিকেট ফুটবল ও অন্যান্য খেলোয়াড়দের মধ্যে ভালো খেলোয়াড় উঠে আসার লক্ষে বেশি করে এলাকা ভিত্তিক খেলাধুলা প্রতিযোগিতার আয়োজনে ক্রিড়া সংগঠন সহ সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

    আরও খবর

    Sponsered content