• সভা/সেমিনার

    ভারতে মুসলিম গণহত্যার প্রতিবাদে জগন্নাথপুরে মানববন্ধন

      প্রতিনিধি ৩ মার্চ ২০২০ , ২:১২:৫১ অনলাইন সংস্করণ

    মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ ভারতে নিরপরাধ মুসলিম গণহত্যা, ঘর-বাড়ী ও মসজিদে অগ্নিসংযোগ করার প্রতিবাদে মুসলিম জনতার ব্যানারে জগন্নাথপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

    প্রতিবেশী রাষ্ট্র ভারতের দিল্লিতে উগ্র হিন্দু সম্প্রদায় কর্তৃক নিরপরাধ মুসলিম গণহত্যা,ঘর-বাড়ী ও মসজিদে অগ্নিসংযোগের প্রতিবাদে ধর্মপ্রাণ মুসলিম জনতার ব্যানারে ৩ রা মার্চ বিকাল পাঁচ ঘটিকার দিকে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের হাসপাতাল পয়েন্টে বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মুসলিম জনতা’র ব্যানারে আয়োজিত মানববন্ধনে হবিবপুর এমদাদিয়া মাদরাসা ও মদিনাতুল উলূম মাদসারার শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার প্রায় পাঁচ শতাধিক জনসাধারণ অংশ গ্রহণ করেন। মানববন্ধন পূর্বক প্রতিবাদ সভায় জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর এমদাদিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মুমিন জাহানপুরীর সভাপতিত্বে ও মাওলানা সাইদ আহমদ এর পরিচালনায় বক্তব্য রাখেন মাওলানা আতাউর রহমান, হাফিজ এমদাদ উল্লাহ, মাওলানা ফজলুর রহমান, মাওলানা সামছুল ইসলাম, মাওলানা নুরুল হক, শাহিনুর রহমান, ছাত্রনেতা জাহেদ আহমদ, আনিছুর রহমান প্রমুখ।
    বক্তারা তাদের বক্তব্যে নিরপরাদ মুসলিম গণহত্যা, ধর্মীয় উপসানালয়ে এবং ঘর- বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানোর পাশা-পাশি দ্রুত এসব বন্ধের আহবান জানান।

    আরও খবর

    Sponsered content