• সিলেট

    ভাটি বাংলা পুজা উদযাপন পরিষদের উদ্যোগে পনিটুলা সিলেটে মাস্ক ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ

      প্রতিনিধি ২৭ মার্চ ২০২০ , ২:৩৩:৪১ অনলাইন সংস্করণ

    স্টাফ রিপোর্টার। ভাটি বাংলা পুজা উদযাপন পরিষদ পনিটুলা সিলেটের উদ্যোগে  করোনা ভাইরাস ঠেকাতে সতর্কতামূলক মাস্ক ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার বিকাল ৪ ঘটিকায় নগরীর হাওলদারপাড়া পয়েন্টে প্রায় ২ শতাধিক মানুষের মাঝে সচেতনতামুলক মাস্ক ও স্বাস্থ্য সামগ্রী বিতরন করা হয়।
    এ সময় উপস্থিত ছিলেন, ভাটি বাংলা সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি পিংকু চৌধুরী সংগ্রাম, সহ সভাপতি অঞ্জন তালুকদার, সহ-সভাপতি গোপাল চন্দ্র বর্মন, সাংগঠনিক সম্পাদক অলক বরণ দাস, প্রচার সম্পাদক প্রমোদ তালুকদার, সদস্য মিহির তালুকদার, হিতেন্দ্র তালুকদার এসকে রায় সুমন, তন্ময় চৌধুরি রিপলু চৌধুরি, দেবব্রত দাস দেবু চয়ন তালুকদার সহ আরো অনেকে। ভাটি বাংলা পুজা উদযাপন পরিষদের সভাপতি পিংকু চৌধুরী সংগ্রাম জানান করেনার প্রভাবে সিলেটে ভয়াবহ ক্ষতি হওয়ার সম্ভবনা রয়েছে, তাই করোনা ভাইরাসে আতংকিত না হয়ে সবাইকে সচেতন হলে এই বিপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব।

    আরও খবর

    Sponsered content