• মুক্ত কলাম

    প্রসঙ্গ করোনাঃঃ বাংলাদেশের লকডাউন না

      প্রতিনিধি ২১ মার্চ ২০২০ , ১:২৪:৪৮ অনলাইন সংস্করণ

    ইয়ামীন আজমান: আমি লক ডাউন এর বিপক্ষে আমার প্রচারণা চালিয়ে যাবো বলে মন স্থির করেছি। সরকার যদি লক ডাউন এর সিদ্ধান্ত নেয় তার পরেও আমি লক ডাউনের বিপক্ষে আমার প্রচারণা চালিয়ে যাবো। এতে যদি দলীয় পদ হারাতে হয় তাও আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করবো না। লক ডাউন হলে আমার দেশের খেটে খাওয়া মানুষগুলো চিরতরে পঙ্গু হয়ে যাবে, আমার দেশের অর্থনীতি একশো বছর পিছিয়ে যাবে। আমাদেরকে সমস্ত কর্মযজ্ঞ অব্যাহত রেখে বর্তমান পরিস্থিতিকে মোকাবেলা করতে হবে।

    শীত এবং গ্রীষ্মের মাঝামাঝি এই সময়টাতে এমন রোগ-জীবাণুর বিস্তার হয়েই থাকে। করোনা ভাইরাসে মৃত্যুহার খুবই নগণ্য, আমার দেশের প্রেক্ষাপটে লক ডাউন হলে সেটা হবে বিলাসিতা। যার ফলে অভাব-অনটনে কোটি মানুষের মৃত্যু হবে, কেউ কাউকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে না।

    শুধু পেঁয়াজের দাম বৃদ্ধি পেলে আমাদের জীবন ধারণ কঠিন হয়ে যায়। আজ প্রতিটি পণ্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে কয়েকগুণ। সরকার লক ডাউন ঘোষণা করা মাত্র মানুষ একে অপরের গৃহে প্রবেশ করে ছিনিয়ে আনবে অন্যের সম্পদ। অরাজকতা শুরু হবে দেশে। পরাজিত হবো আমরা। ধ্বংস হবে দেশ। আমাদেরকে সতর্কতার সাথে আমাদের কাজকর্ম অব্যাহত রাখতে হবে। ইনশাল্লাহ বৃষ্টিপাত শুরু হলে এই রোগের বিস্তার থেমে যাবে। আমাদেরকে সেই সময়টুকু পর্যন্ত স্বাভাবিক জীবনযাত্রা অব্যাহত রাখতে হবে যদি তাতে কিছুটা ঝুঁকি থাকেও। আমি বিশ্বাস করি আমার সরকার দেশের দরিদ্র মানুষের কথা বিবেচনা করে, সামগ্রিক দিক বিবেচনা করে লক ডাউনের সিদ্ধান্তে যাবে না। যদি সরকার লক ডাউনের সিদ্ধান্তে যায় সেই মুহূর্ত থেকে দলীয় পদ হারাতে হলেও লক ডাউনের বিপক্ষে আমার অবস্থান হবে।বিষয়টির জন্ গুরুত্বপূর্ণ হবার কারণে সকলকে অনুরোধ করবো পোস্ট টি শেয়ার করুন যাতে আমার মতের সাথে আপনি একমত না হলেও বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়।

    জয় বাংলা   জয় বঙ্গবন্ধু

    ইয়ামীন চৌধুরী

    সদস্য, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ।

    ০১৮৩৪৫৬২৯০৭

    আরও খবর

    Sponsered content