• মাদকদ্রব্য উদ্ধার/আটক

    দোয়ারা বাজার সীমান্তে মদসহ এক মাদক ব্যবসায়ী আটক

      প্রতিনিধি ১২ মার্চ ২০২০ , ৭:৪৬:৫৯ অনলাইন সংস্করণ

    এম এ মোতালিব ভূঁইয়াঃঃ  সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধীনস্থ।

    সুনামগঞ্জ দোয়াবাজার উপজেলার
    বোগলাবাজার বিওপির টহল কমান্ডার নম্বর ৪২৯৮৯ হাবিলদার মোঃ আব্দুল লতিফ এর নেতৃত্বে একটি টহল দল ১১ মার্চ বুধবার বিকাল ৩ ঘটিকায় সীমান্ত পিলার ১২২৮/৩-এস এর নিকট হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দোয়াবাজার বোগলাবাজার ৮নং ইউনিয়নের পেকপাড়া নামক স্থান (৬) বোতল ভারতীয় মদসহ রুবেল মিয়া (২১) নামক এক যুবককে আটকা করেন বিজিবি।

    আটককৃত হলেন সুনামগঞ্জ দোয়ারাবাজার উপজেলার আননপাড়া গ্রামের মোঃ আরব আলী, ছেলো মোঃ রুবেল মিয়া (২১)

    সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লে-কর্নেল মো: মাকসুদুল আলম জানান।

    আটককৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দোয়ারাবাজার থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

    আরও খবর

    Sponsered content