• মাদকদ্রব্য উদ্ধার/আটক

    দোয়ারাবাজার সীমান্তে ভারতীয় নাসির বিড়ি ও গরুর চালান আটক

      প্রতিনিধি ১৩ মার্চ ২০২০ , ১:১৭:১৯ অনলাইন সংস্করণ

    এম এ মোতালিব ভুঁইয়া: সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে অভিযান চালিয়ে চোরাই পথে আনা ভারতীয় নাসির বিড়ি ও গরুর চালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এর সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি। বিজিবি সুত্রে যানাযায়,সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির পৃথক অভিযানে বৃহস্পতিবার(১২ মার্চ) দোয়ারাবাজার উপজেলাধীন ৭নং লক্ষীপুর ইউনিয়নের মাঠগাঁও নামক স্থান হতে ২৭,৫০০ পিস (১,১০০ প্যাকেট)ও দৌলতপুর নামক স্থান হতে ২১,০০০ পিস (৮৪০ প্যাকেট) ভারতীয় নাসির বিড়ি আটক করে। অন্যদিকে দোয়ারাবাজার উপজেলাধীন ৮নং বোগলাবাজার ইউনিয়নের বাগানবাড়ী নামক স্থান হতে ০৮টি ভারতীয় গরু আটক করেছে। সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)পরিচালক অধিনায়ক মোঃমাকসুদুল আলম সত্যতা নিশ্চিত করে জানান, দোয়ারাবাজার সীমান্তে অভিযান চালিয়ে চোরাই পথে আনা ভারতীয় নাসির বিড়ি ও গরুর চালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।আটককৃত ভারতীয় নাসির বিড়ি মদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এবং গরু শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন

    আরও খবর

    Sponsered content