প্রতিনিধি ১৩ মার্চ ২০২০ , ১:২২:৩৫ অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার: : সুনামগঞ্জের দোয়ারাবাজারে সাজাপ্রাপ্তসহ নিয়মিত মামলার ৪ জন আসামিকে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ। পুলিশ সুত্রে জানাযায়, দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:আবুল হাশেমের দিকনির্দেশনায় এসআই রাকিবুল হাছান ও এএসআই বজলুল করিমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সদের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিত্বে বৃহস্পতিবার (১২ মার্চ) বিশেষ অভিযান পরিচালনা করিয়া বিজ্ঞ আদালতের সাজা পরোয়ানাভূক্ত পলাতক আসামী উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ভাওয়ালীপাড়া গ্রামের মৃত চান মিয়ার পুত্র লোকমান হোসেনকে গ্রেফতার করেন। উক্ত আসামীর বিরুদ্ধে দায়রা ২৬৭/১৭ সিআর-৩৩৬/২০১৬(ছাতক) মামলায় বিজ্ঞ আদালত ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫লক্ষ টাকা জরিমানা প্রদান করেন। তাহার নামীয় সাজা পরোয়ানাটি দোয়ারাবাজার থানায় মূলতবী ছিল। এছাড়াও দোয়ারাবাজার থানার রাকিবুল হাছানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ঢালিয়া গ্রামে অভিযান পরিচালনা করিয়া নিয়মিত মামলার আসামী উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ঢালিয়া গ্রামের মৃত আব্দুল বারিকের পুত্র হারিছ মিয়া ও হারিছ মিয়ার পুত্র নজরুল ইসলামকে গ্রেফতার করেন এবং মাদক মামলার আসামী পেকপাড়া গ্রামের আরব আলীর পুত্র রুবেল মিয়াকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে । দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃআবুল হাশেম সাজাপ্রাপ্তসহ নিয়মিত মামলার ৪জন আসামি আটকের সত্যতা নিশ্চিত বলেন তাদেরকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।