প্রতিনিধি ৬ মার্চ ২০২০ , ১২:৫১:৫৪ অনলাইন সংস্করণ
মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ ভারতে নিরপরাধ মুসলিম গণহত্যা, ঘর-বাড়ী ও মসজিদে অগ্নিসংযোগ করার প্রতিবাদে খেলাফত মজলি ও তৌহিদী জনতার ব্যানারে জগন্নাথপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিবেশী রাষ্ট্র ভারতের দিল্লিতে উগ্র হিন্দু সম্প্রদায় কর্তৃক নিরপরাধ মুসলিম গণহত্যা,ঘর-বাড়ী ও মসজিদে অগ্নিসংযোগের প্রতিবাদে খেলাফত মজলিস ও তৌহিদি জনতার ব্যানারে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়ায় একটি বিক্ষোভ মিছিল শেষে কলকলিয়া বাজার পয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই মিছিল ও সমাবেশে খেলাফত মজলিসের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার ধর্মপ্রাণ মুসল্লীয়ামে কেরামগন উপস্থিত ছিলেন। সভায় ডাঃ মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে ও এস এ ফয়সল এর পরিচালনায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা খেলাফত মজলিসের মোঃ ইসমাইল হোসেন , কলকলিয়া খেলাফত মজলিসের মোঃ আবুল খয়ের, মোঃ যুবায়ের হোসেন, কলকলিয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোঃ সাদিকুর রহমান নান্নু ও যুবদলের সাধারন সম্পাদক মোঃ জহিরুল ইসলাম লেবু প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে নিরপরাদ মুসলিম গণহত্যা, ধর্মীয় উপসানালয়ে এবং ঘর- বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানোর পাশা-পাশি দ্রুত এসব বন্ধের আহবান জানান।
Notifications