প্রতিনিধি ১৭ মার্চ ২০২০ , ৬:৪২:১২ অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টারঃ আজ ১৭ মার্চ রাত ১২টা বাজলে শুরু হয়ে যায় বহুল প্রত্যাশিত ‘মুজিব বর্ষ’।
বঙ্গবন্ধুর ১০০তম জন্মদিনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হলো বছরব্যাপী অনুষ্ঠানমালা।
জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ঘোষিত মুজিব বর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য ও দিরাই উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির অন্যতম সদস্য, পাঠক প্রিয় দৈনিক ভাটি বাংলা ডটকম অনলাইন নিউজ পোর্টালের প্রধান উপদেষ্টা আবু আব্দুল্লাহ চৌধুরী মাসুদ।
মুজিব বর্ষের শুভেচ্ছা বাণীতে তিনি বলেন ‘২০২০ সাল আমাদের জাতীয় জীবনে একটি গুরুত্বপূর্ণ বছর। ২০২০ সালের ১৭ ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী সাড়ম্বরে ও যথাযোগ্য মর্যাদায় উদযাপিত করার জন্য গোটা দেশবাসী উন্মুখ হয়ে আছে।
মুজিব শতবর্ষের অঙ্গীকার হোক মুক্তিযুদ্ধের চেতনায় ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত সোনার বাংলা বিনির্মাণের।
‘২০২০ বাঙালি জাতির জন্য একটি বিশেষ গৌরবময় বছর। এ বছরই উদযাপিত হচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী।
আবু আব্দুল্লাহ চৌধুরী মাসুদ বলেন,মুজিব শতবর্ষের মধ্যেই যুগযুগ ধরে অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত দিরাই শাল্লার জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কার্যকরী সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং যাতায়াত বিচ্ছিন্ন ইউনিয়ন সমূহকে উপজেলা সদরের সাথে সংযুক্ত করতে সরকার ও সংশ্লিষ্ট প্রশাসন এবং জনপ্রতিনিধিদের প্রতি উদাত্ত আহ্বান জানাই।