• সারাদেশ

    তাহিরপুর ভারতীয় ৪ লাখ রুপি,মোটরসাইকেল সহ এক যুবক আটক

      প্রতিনিধি ১৩ মার্চ ২০২০ , ১:২৬:১৮ অনলাইন সংস্করণ

    আমির হোসেন তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকা থেকে ৪ লাখ ভারতীয় রুপি সহ এক হুন্ডি ব্যবসায়ীকে করেছে ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ি এএসআই আবু মোসা। আটককৃত হুন্ডি ব্যবসায়ীর নাম আব্দুল হাই (৩০) নামক সে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রজনী লাইন গ্রামের নুরুল ইসলামের ছেলে এবং হুন্ডি ব্যবসায়ীর আব্দুল হাইয়ের ব্যবহারিত তার একটি প্লাটিনা মোটরসাইকেলও পুলিশ জব্দ করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপু প্রায় দেড়টায় তাহিরপুর সীমান্তবর্তী নীলাদ্রী লেকের পাশে একটি প্লাটিনা মোটরসাইকেল নিয়ে সন্দেহজনক ভাবে ঘুরাফেরা করছিল আব্দুল হাই। এসময় ট্যাকেরঘাট পুলিশ ফাড়িঁর ইনচার্জ এএসআই আবু মোসা তার চলাফেরা সন্দেহ দেখে প্রথমে তাকে আটক করে। এক পর্যায়ে তার দেহ তল্লাশী চালিয়ে দুই পায়ের বিশেষ স্থানে রাখা ভারতীয় ৪ লাখ রুপি সহ একটি প্লাটিনা মোটরসাইকেল জব্দ করে পুলিশ। তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, তাহিরপুর সীমান্তবর্তী এলাকায় এক হুন্ডি ব্যবসায়ীর কাছ থেকে ৪ লাখ ভারতীয় রুপি সহ একটি প্লাটিনা মোটরসাইকেল আকট করেছে পুলিশ। হুন্ডির মূল হোতা কে জানার জন্য আটককৃত হুন্ডি ব্যবসায়ীকে পুলিশ জিঞাসাবাদ করছে।

    আরও খবর

    Sponsered content