• রাজনীতি

    তাহিরপুরে মুজিববর্ষ পালনে আ:লীগের প্রস্তুতি সভা

      প্রতিনিধি ৪ মার্চ ২০২০ , ১:৫৯:১৫ অনলাইন সংস্করণ

    আমির হোসেন,তাহিরপুর প্রতিনিধি।।সুনামগঞ্জ তাহিরপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিব বর্ষ পালনে নানান কর্মসূচি গ্রহণ করেছে তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ ।

    বুধবার (৪ মার্চ ) বেলা ২ টায় এ উপলক্ষে তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

    উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সুনামগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব আবুল হোসেন খাঁন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অমল কান্তি কর, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, উপজেলা আওয়ামীলীগ অন্যতম সদস্য লুৎফর রহমান লাকসাব, উত্তর শ্রীপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শফিকুল ইসলাম, যুবলীগ নেতা আবুল কাশেম, মঈনুল হক প্রমুখ। সভায় উপজেলা ছাত্রলীগ নেতাকর্মী সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    প্রস্তুতি সভায় উপজেলা আওয়ামীলীগ দুই দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে প্রতিবন্ধী ও এতিমদের নিয়ে বিশেষ অনুষ্ঠান সেই সাথে বৃক্ষ রোপণ অভিযান ও গাছের চাড়া বিতরণ সহ খেলাধুলার আয়োজন।

    মুজিবর্ষের এ সকল অনুষ্ঠানে তাহিরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের উপস্থিতি থাকার জন্য অনুরোধ জানিয়েছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খাঁন ও সাধারণ সম্পাদক অমল কান্তি কর।

    আরও খবর

    Sponsered content