প্রতিনিধি ১৬ মার্চ ২০২০ , ১২:৪৬:২৪ অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিনিধি সুনামগঞ্জ তাহিরপুর উপজেলার বৃহৎ আনোয়ারপুর বাজারে সন্ত্রাসী কর্মকান্ড ও চাঁদাবাজদের ভয়ে ব্যাবসায়ীরা দোকানপাঠ বন্ধ রেখে মানববন্ধন কর্মসুচি পালন করেছে। মানববন্ধনে স্থানীয় ব্যাবসায়ীরা চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে বিভিন্ন স্লোগাণ দিতে থাকেন। খবর পেয়ে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো.আতিকুর রহমান মানববন্ধনে উপস্থিত হয়ে ব্যাবসায়ীদের নির্ভয়ে দোকান খোলার আশ^াস প্রদান করেন। আজ সোমবার(১৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় আনোয়ারপুর বাজারে সাধারন জনতা ও ব্যাবসায়ীদের উপস্থিতিতে প্রায় ঘন্ট্যাব্যাপী চলা এ মানববন্ধনে বক্তব্য রাখেন আনোয়ারপুর বাজার বণিক সমিতির সভাপতি ফয়সল আহমেদ,সাধারন সম্পাদক শাহ-আলম গণি, সহ-সভাপতি আব্দুল বারিক,উপজেলা যুবলীগ নেতা শাহাঙ্গীর গণি,বাজার বনিক সমিতির সাংগঠনিক সম্পাদক শফিক মিয়া,বাজারের ব্যাবসায়ী কবির মিয়া,নিজাম শাহ,সাজুল মিয়া,বাছির মিয়া,মিল্লাদ মিয়া প্রমুখ। মানববন্ধনে বক্তরা বলেন, তাহিরপুর উপজেলার গুরুত্বপুর্ন আনোয়ারপুর বাজারে দীর্ঘদিন ধরেই স্থানীয় বাবুল মেম্বারের নেতৃত্বে চাঁদাবাজি ও সন্ত্রসাী কর্মকান্ডে ব্যাবসায়ীরা অতিষ্ঠ হয়ে উঠেছে। আমরা প্রশাসনের নিকট দাবি জানাই এসব চাঁদাবাজদের আইনের আওতায় এনে বাজারের শান্তিপুর্ন পরিবেশ ফিরিয়ে দেওয়া হউক। বাজারের ব্যাবসায়ী শাহাঙ্গীর গণি বলেন, স্থানীয় বাবুল মেম্বার ও জয়নাল মিয়ার নেতৃত্বে হিরন,জাকেরীন,মানিক,রতন,শিমুল নামে কয়েকজন চাঁদাবাজ দীর্ঘদিন ধরেই চাঁদাবাজি করে আসছে। মানববন্ধন চলাকালে উপস্থিত হয়ে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো.আতিকুর রহমান, আনোয়ারপুর বাজারে চাঁদাবাজি ও সন্ত্রসী কর্মকান্ড প্রতিহত করার আশ্বাস প্রদান করেন।