• অনিয়ম / দুর্নীতি

    ঠাকুরগাওয়ের ইউপি সদস্যকে পিটানোঃ ক্ষমা চাইলেন এসি ল্যান্ড

      প্রতিনিধি ৩০ মার্চ ২০২০ , ১১:৫১:০৮ অনলাইন সংস্করণ

    মাহমুদ আহসান হাবিব,ঠাকুরগাঁও প্রতিনিধি।। ঠাকুরগাওয়ের পীরগঞ্জে
    জন সম্মুখে ইউপি সদস্যকে পেটানোর খবর বিভিন্ন অনলাইন ও পত্রিকায় প্রকাশের পর ঐ ইউপি সদস্যের কাছে ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন সেই এসিল্যান্ড (সহকারি কমিশনার ভুমি)। শনিবার রাতে স্থানীয় আওয়ামীলীগের এক নেতার মাধ্যমে ঐ মেম্বারকে নিজ
    অফিসে ডেকে নিয়ে ভুল স্বীকার করে ক্ষমা চান তিনি। এ সময় জেলা প্রশাসনের একজন কর্মকর্তাও উপস্থিত ছিলেন।
    পীরগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউপি সদস্য গাজিউর রহমান গাজি জানান – তাকে এসিল্যান্ড অফিসে ডাকা হয়েছিল, সেখানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব তার মোবাইলটি নিয়ে নেন।
    সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক,উপজেলা নির্বাহী অফিসার, সেই এসিল্যান্ড সহ আরও কয়েকজন উপস্থিত ছিল। হাত ধরে কান্নাকাটি করে সেই এসিল্যান্ড নিজের ভুল স্বীকার করে। যেহেতু তিনি দল করেন। তাই দলের লোকের কথাও তাকে শুনতে হয়। পরে একটা আবেদন পত্রে সই নেয় তার। অনেকটা চাপের মুখেই তিনি সেই আবেদনপত্রটিতে স্বাক্ষর করেছেন।
    উল্লেখ্যঃ করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলার কালুপীর বাজারে জন সমাগম ঠেকাতে শুক্রবার দুপুর থেকে বিকাল পর্যন্ত গ্রাম পুলিশ ও থানার এস আই রেজাউল আলম সহ সঙ্গীয় ৬ জন পুলিশ ফোর্স নিয়ে চেষ্টা চালান সংশ্লিষ্ট এলাকার ইউপি সদস্য গাজিউর রহমান। সন্ধার দিকে তারা বাজারের একটি ফলের দোকান থেকে কিছু ফল কিনে খাচ্ছিলেন। এ সময় এসিল্যান্ড (সহকারি কমিশনার ভুমি) তরিকুল ইসলাম গাড়ি নিয়ে সেখানে যান।
    এ সময় ঐ ইউপি সদস্য এগিয়ে আসলে কোন কিছু বুঝে উঠার আগেই অশ্লীল ভাষায় গালিগালাজ করতে করতে তাকে লাঠি দিয়ে পেটাতে শুরু করেন এসিল্যন্ড। এসময় পুলিশ সদস্যরা এসিল্যান্ডকে জানান, তিনি ঐ এলাকার ইউপি সদস্য, তাকে মারছেন কেন। এটা শুনার পরও এসিল্যান্ড তাকে পেটাতে থাকে। একটি লাঠি ভেঙ্গে গেলে আরো একটি লাঠি নিয়ে ইউপি সদস্যকে পেটান এসিল্যান্ড এবং গাড়িতে তোলার চেষ্টা করেন।
    পরে পুলিশ ঐ ইউপি সদস্যকে রক্ষা করেন।
    স্বজনরা রাতেই গাজি মেম্বারকে উপজেলা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন।
    গাজি মেম্বারের অভিযোগ ইউপি সদস্য পরিচয় পাওয়ার পর তাকে আরো বেশি করে পেটান এসিল্যান্ড। মামলায় ফাঁসানোর হুমকি দেন। হাসপাতালে চিকিৎসা নিয়ে শনিবার ঐ মেম্বার উপজেলা নির্বাহী অফিসারের নিকট আবেদন করেন। যার অনুলিপি জেলা প্রশাসক সহ পীরগঞ্জ প্রেসক্লাবকে দেওয়া হয়।

    আরও খবর

    Sponsered content