• সংবর্ধনা / উদ্বোধন

    ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান হিসেবে বিদেশ সফর শেষে সংবর্ধনা পেলেন মোঃ মোশারুল ইসলাম সরকার

      প্রতিনিধি ১ মার্চ ২০২০ , ১:০৮:১৪ অনলাইন সংস্করণ

    ঠাকুরগাঁও থেকে মাহমুদ আহসান হাবিব: ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানাধীন ১৪নং রাজাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোশারুল ইসলাম সরকার, ঠাকুরগাঁও জেলায় শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ায়, এক সংবর্ধনা অনুষ্ঠান অায়োজন করে ১৪নং রাজাগাঁও ইউপির সদস্য ও এলাকাবাসি। রবিবার ০১ মার্চ সকাল ১০টায় ইউপি প্রাঙ্গনে ১৪নং রাজাগাঁও ইউপি সদস্য মোঃ গহর আলীর সভাপতিত্বে ১৪নং রাজাগাঁও ইউনিয়ন পরিষদ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলহাজ্জ রফিজউদ্দিন সরকার, রুহিয়া থানার সাব ইন্সপেক্টর আনিস। সভায় ইউনিয়নের সকল ওয়ার্ডের সদস্য, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারি-কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, জনসাধারণ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত হয়ে তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। উল্লেখ্য,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আয়ােজনে ইউনিয়ন উন্নয়ন সম্পর্কিত বিষয়ে মালয়েশিয়া ও থাইল্যান্ড শিক্ষা সফরে সারাদেশ থেকে ২০জন ইউপি চেয়ারম্যানের মধ্যে ঠাকুরগাঁও জেলায় শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান হিসেবে ১৪নং রাজাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোশারুল ইসলাম সরকার, সরকারী ভাবে দুইটি দেশে বিদেশ সফরের সুযোগ পান।

    আরও খবর

    Sponsered content