• সভা/সেমিনার

    ঠাকুরগাঁওয়ে ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ উপলক্ষে আলোচনাসভা ও পুরস্কার বিতরণী

      প্রতিনিধি ৭ মার্চ ২০২০ , ১১:৫২:১৫ অনলাইন সংস্করণ

    মাহমুদ আহসান হাবিব,ঠাকুরগাঁও:: বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা শিশু একাডেমির সহযোগীতায় শনিবার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও ১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহা: সাদেক কুরাইশী, অতিরিক্ত পুলিশ সুপার মোসফেকুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক দিপক কুমার রায়, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মাহাবুবুর রহমান খোকন, জেলা শিক্ষা অফিসার আলাউদ্দিন আল অজাদ , ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম স্বপন, জেলা আওয়ামী মহিলা লীগ সভাপতি মনোয়ারা চৌ:, সাধারন সম্পাদক দ্রোপদি দেবী আগরওয়ালা প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) নূর কুতুবুল আলম। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় জেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

    আরও খবর

    Sponsered content