• স্বাস্থ্য বাংলা

    ঠাকুরগাঁওয়ে ৪ প্রবাসীকে অথদর্ন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত

      প্রতিনিধি ২৩ মার্চ ২০২০ , ১:৫৩:৪৬ অনলাইন সংস্করণ

    মাহমুদ আহসান হাবিব,ঠাকুরগাঁও প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ে বিদেশ ফেরত হয়েও হোম কোয়ারান্টাইনে না থাকায় সরকারী আদেশ অমান্য করার অপরাধে চার প্রবাসীকে অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।
    সোমবার ঠাকুরগাঁওয়ের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত তাদের এ দন্ড দেয়। অর্থদন্ড প্রাপ্তরা হলেন, ঠাকুরগাঁও পৌর শহরের শান্তিনগর মহল্লার বর্ষা রাণী
    (২৭) ও জেলার রাণীশংকৈল উপজেলার নারায়ন পুর গ্রামের জয়দেবের ছেলে সত্য
    মোহন (৩৫) ,গন্ড গ্রামের রসুল খানের ছেলে আনোয়ার (৩০) এবং পাটগাঁও গ্রামের মুকুল হোসেনের ছেলে আবদুর রাজ্জাক (২৯)।

    আরও খবর

    Sponsered content