• অর্থনীতি

    ঠাকুরগাঁওয়ে বৈদেশিক কর্মসংস্থানের দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রেসব্রিফিং ও সেমিনার সম্পন্ন

      প্রতিনিধি ১৮ মার্চ ২০২০ , ১০:৫৬:৫৫ অনলাইন সংস্করণ

    মাহমুদ আহসান হাবিব,ঠাকুরগাঁওঃ “জেনে বুঝে বিদেশ যাই-অর্থ সন্মান দুটোই পাই” এই শ্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচার, প্রেসব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রাণালয়ের অর্থায়নে এই সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সেমিনারের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও ১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। এসময় অন্যদের মাধ্যে উপস্থিত ছিলেন,প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থা মন্ত্রাণালয়ের সচিব শরিফ উদ্দিন, ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা প্রশাসক নূর কুতুবুল আলম,উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ সহ জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা এবং বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দরা। এসময় বক্তরা বিদেশে গমনেচ্ছু কর্মীদের দক্ষতা ও সচেতনা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

    আরও খবর

    Sponsered content