• জাতীয়

    ঠাকুরগাঁওয়ে খাদ্য প্রক্রিয়াকরণ শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত

      প্রতিনিধি ৫ মার্চ ২০২০ , ১:৫২:৩৭ অনলাইন সংস্করণ

    মাহমুদ আহসান হাবিব,ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে বিসিক খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পনগরী শীর্ষক প্রস্তাবিত প্রকল্পের ডিপিপি পুণর্গঠনের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ঠাকুরগাঁওয়ের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিসিকের অতিরিক্ত সচিব ও পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) আব্দুল মান্নান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিনুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ আফতাব হোসেন, বাংলাদেশ চা বোর্ড পঞ্চগড়ের নর্দান বাংলাদেশ প্রকল্পের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক কৃষিবিদ ড. মোহাম্মদ শামীম আল মামুন, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি হাবিবুল ইসলাম বাবলু, পরিচালক খলিলুর রহমান, নারী উদ্যোক্তা চন্দনা ঘোষ প্রমুখ। অনুষ্ঠানে ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুরের উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন।

    আরও খবর

    Sponsered content