প্রতিনিধি ১০ মার্চ ২০২০ , ১২:০৫:০৫ অনলাইন সংস্করণ
মাহমুদ আহসান হাবিব,ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁওয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার কালেক্টরেট চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে একটি আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবুল আসাদ মিয়া, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক দ্রৌপদী দেবী আগারওয়ালা প্রমুখ। পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শেষে সদর উপজেলার মথুরাপুর পাবলিক হাই স্কুল মাঠে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে মহড়া অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের এডি রফিকুজ্জামান উপস্থিত ছিলেন।