• লিড

    ঠাকুরগাঁওয়ে আদিবাসী পরিবারের মাঝে বিনামূল্যে গরু বিতরণ

      প্রতিনিধি ৯ মার্চ ২০২০ , ১২:১২:৪৯ অনলাইন সংস্করণ

    মাহমুদ আহসান হাবিব,ঠাকুরগাঁও:  ঠাকুরগাঁওয়ে হতদরিদ্র আদিবাসী পরিবারের ২৫ জন সদস্যদের মাঝে বিনামূল্যে বকনা গরু বিতরণ করা হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঠাকুরগাঁও এপির আয়োজনে সোমবার সকালে প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যালয় প্রাঙ্গণে এ গরু বিতরণ অনুষ্ঠিত হয়। এসময় এক আলোচনা সভার আয়োজন করা হয়। ওয়ার্ল্ড ভিশন ঠাকুরগাঁও এপির এরিয়া প্রোগ্রাম ম্যানেজার লিওবার্ট চিসিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী পুলিশ সুপার শামুয়েল সাংমা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মামুন অর রশিদ, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী প্রমুখ। উল্লেখ্য, এ অনুষ্ঠানে ৬ লক্ষ ৬২ হাজার ৫ শত টাকা ব্যায়ে জেলার আদিবাসী পরিবারের ২৫ জন সদস্যদের মাঝে প্রত্যেককে একটি করে বকনা গরু বিতরণ করা হয়।

    আরও খবর

    Sponsered content