মোঃহুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ জাতীয় ভোটার দিবস উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিস এর আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ভোটার দিবস -২০২০ উদযাপন উপলক্ষে সারা দেশের ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস এর যৌথ আয়োজনে ২রা মার্চ রোজ সোমবার এক র্যালী উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে জগন্নাথপুর পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদস্থ রাধারমণ হলে আলোচনা সভায় মিলিত হয়।এতে বক্তব্য রাখেন সভার সভাপতি মোঃ মাহফুজুল আলম মাসুম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মুজিবুর রহমান, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু বিজন কুমার দেব, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধু সুধন ধর ও সাংবাদিক বাবু শংকর রায় প্রমূখ। র্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তাগন সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।