• সভা/সেমিনার

    জাতীয় ভোটার দিবস উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

      প্রতিনিধি ২ মার্চ ২০২০ , ২:১৩:১৮ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জ প্রতিনিধিঃ জাতীয় ভোটার দিবস উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।

    এর পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়।
    আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, সুনামগঞ্জ পুলিশ সুপার মো. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শরিফুল ইসলাম ও জেলা নির্বাচন কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার প্রমুখ।
    আলোচনা সভায় বক্তারা জানান, রোহিঙ্গাদের কৌশলে ভোটার বানিয়ে এক ধরণের লোক পায়দা হাসিল করছে। ভোটার কার্ড দিয়ে তাদের পার্সপোর্ট কারানো হচ্ছে। তবে এই ধরণের জালিয়াতি ধরা পড়ে কয়েকজন চেয়ারম্যান বরখাস্তও হয়েছেন। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। সেই সাথে দেশের সাধারণ জনগণকে নির্ভুল ভোটার আইডি কার্ড দেয়ার ক্ষেত্রে সচেতন হতে হবে।

    আরও খবর

    Sponsered content