প্রতিনিধি ১১ মার্চ ২০২০ , ১০:২৭:১০ অনলাইন সংস্করণ
মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুর- পাগলা সড়কের কলকলিয়া এলাকায় মিনিবাস দুর্ঘটনায় প্রায় ৩০ জন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সরজমিনে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদর হতে যাত্রীবাহী একটি মিনিবাস ( ঢাকা মেট্রো-ড-১১-১৩৩৭) আজ ১১ ই মার্চ সুনামগঞ্জ শহরে যাওয়ার পথে দুপুর সাড়ে বারো ঘটিকার দিকে জগন্নাথপুর – পাগলা আঞ্চলিক মহাসড়ক এর জগন্নাথপুর উপজেলার ঘুংগিয়ারগাঁও গ্রামের পার্শ্ববর্তী ডাউকা নদীর উপর নির্মাণাধীন কলকলিয়া ব্রীজের বিকল্প রাস্তায় বাসের চাকা শ্লিপ করলে যাত্রী সহ বাসটি সড়ক থেকে প্রায় পনের ফিট নীচে খাদের মধ্যে পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় শাহজালাল মহাবিদ্যালয় এর বাংলা বিভাগের প্রভাষক হাসানুজ্জামান খাঁন সহ প্রায় ৩০ জন নারী-পুরুষ আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় অনেক জনকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিক ভাবে আহতদের পরিচয় জানাযায়নি। দুর্ঘটনার খবর পেয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে এসআই অনুজ কুমার দেব সহ একদল পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দুর্ঘটনা কবলিত বাসের নীচে চাপা পড়ে কোন মানুষ নিহত হয়েছেন কিনা এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি