প্রতিনিধি ৫ মার্চ ২০২০ , ১২:০৮:৫৮ অনলাইন সংস্করণ
মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুরের লতিফিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের হিফজ সম্পন্ন ও হিফজে নতুন শিক্ষার্থীদের ছবক গ্রহণ উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নে অবস্থিত স্বনামধন্য ইসলামি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান লতিফিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের ও হিফজে নতুন শিক্ষার্থীদের ছবক গ্রহণ উপলক্ষে অত্র শিক্ষা প্রতিষ্ঠান এর শিক্ষার্থীদের আয়োজনে ৫ই মার্চ রোজ বৃহস্পতিবার মাদ্রাসার হলরুমে সাঙ্গিয়ারগাঁও,বলবল,ঘিপুড়া,কলকলিয়া জামেমসজিদ এর ইমাম ও অত্র মাদ্রাসার প্রধান হুজুর হাফিজ মোঃ লুৎফুর রহমান সাহেবের সভাপতিত্বে ও শিক্ষক হাফিজ সুহেল আহমদ এর পরিচালনায় ছবক গ্রহণ অনুষ্ঠান এবং দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত উপস্থিত ছিলেন, চিলাউড়া দারুসছুন্নাহ আলীম মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা মোঃ তাজুল ইসলাম আলফাজ, আরবী প্রভাষক মুফতি মোঃ আব্দুল হাই,হলদারকান্দী হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ মোঃ সামছুল ইসলাম, সাংগিয়ারগাঁও, কলকলিয়া, বলবল,ঘিপুড়া জামেমসজিদ এর মতোওয়াল্লী হাজী মোঃ মস্তান আলী, ডাঃ মোঃ মিজানুর রহমান, শক্তিয়ারগাঁও জামেমসজিদ এর মতোওয়াল্লী মোঃ আব্দুল হেকিম,শক্তিয়ারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ নুরুল হক, বিশিষ্ট মুরুব্বি মোঃ আব্দুল হান্নান, হাজী মোঃ শরীফ উল্লাহ,মোঃ লিয়াকত আলী, লতিফিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারন সম্পাদক সাবেক মেম্বার মোঃ আজিজুল হক, জগন্নাথপুর থানা মসজিদ এর ইমাম হাফিজ মোঃ আনোয়ার হোসেন, লতিফিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক হাফিজ মোঃ আজিজুল হক, মোঃ মহিম আলী,আঃ হাসিম,মোঃ ছাবুল মিয়া,মোঃ তারিফ আলী, মোঃ রাসেল আহমদ, মোঃ সুলতান মিয়া,মোঃ মানিক মিয়া,মোঃ সিদ্দেক আলী,মোঃ আশিক মিয়া, মোঃ আনহর আলী,মোঃ ফারুক মিয়া, লিমন আহমদ মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী সহ মুসল্লীয়ামে কেরামগন।
উক্ত অনুষ্ঠানে হিফজ সম্পন্নকারী ৭ জন ও ১৩ জন নতুন শিক্ষার্থী হিফজে ছবক প্রদান করেছেন।