• দিবস উদযাপন

    জগন্নাথপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী উদযাপন

      প্রতিনিধি ১৭ মার্চ ২০২০ , ১২:২২:৪৩ অনলাইন সংস্করণ

    মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জগন্নাথপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী ” মুজিব বর্ষ” ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।

    জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী “মুজিব বর্ষ ” ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭ ই মার্চ সোমবার উপজেলা পরিষদের রাধারমণ হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুল আলম মাসুম এর সভাপতিত্বে আলোচনা সভা ও ” মুজিবকে নিয়ে যত গান ও কবিতা ” শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আতাউর রহমান , ভাইস চেয়ারম্যান বাবু বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ ফারজানা বেগম, জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইয়াসির আরাফাত, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধু সুধন ধর, সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) মোঃ মাহমুদুল হাসান চৌধুরী, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী, জগন্নাথপুর উপজেলা শিক্ষা অফিসার মোঃ জয়নাল আবেদীন ও সাংবাদিক বাবু শংকর রায় প্রমূখ।
    এর আগে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মোড়ালে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপজেলার সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
    এদিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী ” মুজিব বর্ষ” ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে একটি র‌্যালী জগন্নাথপুর পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে ফিরে এসে আলোচনা সভায় মিলিত হওয়ার পাশাপাশি জাতির জনক এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং কেক কাটা হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ সিদ্দিক আহমেদ, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আকমল হোসেন, সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ রেজাউল করিম রিজু মিয়া, জগন্নাথপুর উপজেলা যুবলীগের সভাপতি মোঃ কামাল উদ্দিন, ছাত্র লীগের সভাপতি মোঃ সাফরোজ ইসলাম মুন্না প্রমূখ।
    এ সময় দলীয় নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।

    আরও খবর

    Sponsered content