প্রতিনিধি ১০ মার্চ ২০২০ , ৩:৩৯:০১ অনলাইন সংস্করণ
মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
জগন্নাথপুরের নারিকেলতলা গ্রামের একটি পোল্ট্রি ফার্মে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মোরগ এর বাচ্চা,খাদ্য ও ঘর পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে প্রায় পাঁচ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় একাধিক সুত্রে জানাযায়, সুনামগঞ্জ- ঢাকা আঞ্চলিক মহাসড়ক এর নারিকেলতলা নামক স্থানে জগন্নাথপুর উপজেলার নারিকেলতলা গ্রাম নিবাসী মোঃ মহিউদ্দিন এর পোল্ট্রি ফার্মে ১০ ই মার্চ রোজ মঙ্গলবার ভোরে আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয়রা ফার্মের মালিক মহিউদ্দিনকে খবর দেন। ফার্মে আগুন লাগার সংবাদ পেয়ে মহিউদ্দিন গ্রামবাসীকে নিয়ে আগুন নিয়ন্ত্রণ করতে পারলেও ততক্ষণে ফার্মের ঘর, এক হাজার বাচ্চা মোরগ ও ৪৫ বস্তা খাদ্য পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে প্রায় পাঁচ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে পোল্ট্রি ফার্মের মালিক মহিউদ্দিন সহ স্থানীয়রা জানিয়েছেন। পরিবার-পরিজন নিয়ে বেচে থাকার একমাত্র অবলম্বন পোল্ট্রি ফার্মটি আগুনে পুড়ে যাওয়ায় নিঃস্ব হয়ে পড়েছেন মহিউদ্দিন।