প্রতিনিধি ২১ মার্চ ২০২০ , ৩:০৩:১৮ অনলাইন সংস্করণ
মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুরে র্যাব-৯ সিলেট এর একটি অভিযানিক দল শাহজাদ (২৪) ও আকমল(৩২) নামক দুই অস্ত্র ব্যবসায়ীকে পাইপগান সহ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।
থানা সুত্রে জানাযায়, র্যাব-৯ এর সিপিসি -১ সিলেট ক্যাম্পের অপারেশন কমান্ডার এএসপি সত্যজিৎ কুমার ঘোষের নেতৃত্বে একটি আভিযানিক দল ২০ শে মার্চ রোজ শুক্রবার দিবাগত রাত প্রায় ৯ ঘটিকার সময় অবৈধ অস্ত্র উদ্ধার ও গ্রেফতার অভিযান পরিচালনা করে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের ভবের বাজারস্থ একটি দোকানের সামন থেকে পাইপগান সহ অস্ত্র ব্যবসায়ী জগন্নাথপুর পৌর শহরের ইসহাকপুর এলাকার মৃত কনাই মিয়ার ছেলে মো: শাহজাদ মিয়া(২৪) ও লুদরপুর এলাকার মৃত আলকাব আলীর ছেলে মো: আকমল হোসেন (৩২)কে গ্রেফতার করেন। এবং ভোরে জগন্নাথপুর থানায় হস্তান্তর করেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
জগন্নাথপুর থানার ওসি তদন্ত মোছলেহ উদ্দিন আহমেদ জানান, গ্রেফতারকৃত আসামীদ্বয়কে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে।