প্রতিনিধি ৪ মার্চ ২০২০ , ১১:৩৬:২৫ অনলাইন সংস্করণ
মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুরে গাঁজা সহ রাজন(২৬) ও মালিক(৪০) নামক দুই জনকে গাঁজা সহ গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ। এলাকাবাসী ও থানা সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর দিক নির্দেশনায় অত্র থানার এসআই মোঃ আতিকুল আলম সহ এক দল পুলিশ গত ৩রা মার্চ রোজ বুধবার দিবাগত রাতে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার ঘিপুড়া গ্রাম নিবাসী মোঃ আব্দুস সোবহান এর ছেলে মাদক ব্যবসায়ী মোঃ রাজন ও কলকলিয়া গ্রাম নিবাসী মোঃ মহরম আলীর ছেলে মোঃ আব্দুল মালিক (৪০)কে গাঁজা সহ গ্রেপ্তার করেন। গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এসআই মোঃ আফছার আহমদ বলেন, গ্রেপ্তারকৃত আসামীদের আজ ৪ ঠা মার্চ রোজ বৃহস্পতিবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।