প্রতিনিধি ২১ মার্চ ২০২০ , ১:৩৬:৫৯ অনলাইন সংস্করণ
মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ মরনব্যাধী করোনাভাইরাস সংক্রান্ত সচেতনতা মূলক প্রচারণা ও মনিটরিং করেছেন জগন্নাথপুর থানা পুলিশ।
সারা দেশের ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুর থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশনায় অত্র থানার এসআই মোঃ সহিদ সহ পুলিশ কনস্টেবল ফরহাদ ২০ শে মার্চ বিকালে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি গিয়ে সদ্য বিদেশ ফেরত লোকজন এর খোঁজ খবর নেওয়ার পাশাপাশি সরকারি নির্দেশনা মোতাবেক ১৪ দিনের মধ্যে বাড়ি থেকে বের না হওয়ার জন্য প্রবাসীদের পরামর্শ প্রদান করেছেন। এবং সন্ধ্যালগ্নে স্থানীয় কলকলিয়া বাজারে ক্রেতা বিক্রেতার মাঝে করোনাভাইরাস সংক্রান্ত সচেতনতা মূলক প্রচারণা করেছেন। পরিস্কার -পরিচ্ছন্ন থাকতে সকলের প্রতি আহবান জানিয়েছেন। এই প্রচারণায় তাহার ভূয়সী প্রশংসা করেছেন এলাকাবাসী।