• ত্রাণ বিতরণ

    জগন্নাথপুরে করোনা আতঙ্কে কর্মহীন হত-দরিদ্রদের মধ্যে সরকারি ত্রাণ বিতরণ

      প্রতিনিধি ২৯ মার্চ ২০২০ , ৫:১৮:৪৯ অনলাইন সংস্করণ

    মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুরের কলকলিয়ায় করোনাভাইরাসে লকডাউন চলাকালীন দরিদ্রদের অন্ন সংস্থানের লক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে সরকারি ত্রাণসামগ্রী বিতরণ করেছেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল হাশিম।

    দেশব্যাপী করোনা ভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়ায় সরকারের তরফ থেকে সব ধরনের জনসমাগম বন্ধ করার ফলে স্থবির হয়ে পড়েছে জনজীবন। বিপাকে পড়েছে খেটে খাওয়া দিনমজুর ও নিম্ন আয়ের হত-দরিদ্র মানুষ। সরকারি নির্দেশনা মেনে কর্মহীন হয়ে পড়া দিনমজুর ও নিম্ন আয়ের মানুষদের খাদ্য সহায়তা দেয়ার লক্ষে সরকার কর্তৃক বরাদ্দকৃত ত্রাণ সামগ্রী সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল হাশিম গতকাল ২৯ শে মার্চ রোজ রবিবার পরিষদ প্রাঙ্গণে হত-দরিদ্র, দিন মজুর মানুষের মাঝে জনপ্রতি ১০ কেজি চাল, দুই কেজি আলু ও ১ কেজি মুশুরী ডাল করে ১১০ জনের মধ্যে বিতরণ করেছেন।
    ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়ন পরিষদ এর সদস্য মোঃ আব্দুল হাসিম, সদস্য মোঃ তারা মিয়া, সদস্য মোঃ আব্দুল কাইয়ূম, সদস্য মোঃ ইকবাল হোসেন সাজাদ, সদস্য মোঃ ছালিক মিয়া ও মহিলা সদস্য রসিকা বেগম প্রমুখ।

    আরও খবর

    Sponsered content