• গ্রেফতার/আটক

    জগন্নাথপুরে আগ্নেয়াস্ত্র সহ ছাতকের কাইয়ুম র‌্যাবের হাতে গ্রেফতার

      প্রতিনিধি ৪ মার্চ ২০২০ , ১১:৪৫:১৬ অনলাইন সংস্করণ

    মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুরে পাইপগান সহ কাইয়ূম(৪৯) নামক এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিলেট র‌্যাপিড এক্যাশন ব্যাটেলিয়ান (র‌্যাব) ৯ এর একটি দল। থানা সুত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিত্বে র‌্যাব- ৯ সিলেট এর একটি দল ৩ রা মার্চ মঙ্গলবার সন্ধ্যায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বাউরকাপন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ছাতক উপজেলার খুরিদ গ্রামের মৃত মোঃ গৌছ মিয়ার ছেলে আগ্নেয়াস্ত্র ব্যবসায়ী মোঃ আব্দুল কাইয়ুম (৪৯) কে গ্রেফতার করে।এ সময় তার নিকট থেকে ১টি পাইপগান, ২ টি কার্তুজ ও একটি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়। এই দিন রাতে তাকে জগন্নাথপুর থানায় হস্তান্তর করে র‌্যাব। জগন্নাথপুর থানার উপ পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, অস্ত্রসহ গ্রেফতারকৃত ব‌্যবসায়ীকে আজ ৪ঠা মার্চ সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে।

    0Shares

    আরও খবর

    Sponsered content