প্রতিনিধি ৭ মার্চ ২০২০ , ১২:০৮:০৮ অনলাইন সংস্করণ
বিশেষ প্রতিনিধিঃ ছাতক উপজেলাস্থ শীতল ছায়া একাডেমী পরগনা বাজার জিয়াপুর এর আয়োজনে, বাংলাদেশ আওয়ামীলীগ এর বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য, যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগ এর কার্যকরী সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী ও রাজনৈতিক ব্যক্তি ডক্টর সামছুল হক চৌধুরী কে সংবর্ধনা প্রদান ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। পরগনা বাজার পরিচালনা কমিটির সভাপতি জনাব সফিক উদ্দিন’র সভাপতিত্বে ও একাডেমীর সহকারী শিক্ষক জহিরুল ইসলামের পরিচালনায়, শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র একাডেমী পরিচালনা কমিটির সভাপতি জনাব এম এ বারেক লয়লুছ। প্রধান অতিথির বক্তব্য ডক্টর সামছুল হক চৌধুরী বলেন বর্তমান বিশ্বে আধুনিক শিক্ষার প্রতিযোগিতায় একাডেমীর অবদান অপরিসীম, শীতল ছায়া একাডেমী ও বিশ্বমানের একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান হিসবে গড়ে উঠবে বলে আমি মনে করি।বিশেষ অতিথির বক্তব্য রাখেন পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সিংচাপইড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব শামসুদ্দিন শিশু মিয়া, পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব পারভেজ মিয়া, পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয় পিটিএ কমিটির সভাপতি জনাব তৈবুর রহমান, ভমভমি বাজার পরিচালনা কমিটির সভাপতি জনাব শাহিন মিয়া, জিয়াপুর পুরান সিংচাপইড় মানবিক যুব ঐক্য পরিষদের সহ সভাপতি অলিউর রহমান আলেক, একাডেমী পরিচালনা কমিটি সদস্য মোহাম্মদ শিরন। একাডেমীর ভাইস প্রিন্সিপাল মাহফুজুর রহমান মিজান। উপস্থিত ছিলেন পুরান সিংচাপইড় সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জনাব আব্দর আলী, পরগণা বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জনাব ফয়সল আহমদ, ভাঁতগাও গ্রামের প্রবীণ জনাব মুরুব্বী গয়াছ। জিয়াপুর পুরান সিংচাপইড় মানবিক যুব ঐক্য পরিষদের উপদেষ্টা জনাব আব্দুল আমীন। জনাব সুজন মিয়া, শীতল ছায়া একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াপুর পুরান সিংচাপইড় মানবিক যুব ঐক্য পরিষদের সহ-সভাপতি মাওলানা মামুনুর রশিদ মামুন, শীতল ছায়া একাডেমির কোষাধক্ষ্য ও জিয়াপুর পুরান সিংচাপইড় মানবিক যুব ঐক্য পরিষদের সদস্য শহিদুল ইসলাম, জিয়াপুর পুরান সিংচাপইড় মানবিক যুব ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক শাহ কামাল প্রমুখ। শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে সংবর্ধিত অতিথি বরাবর মানপত্র পাঠ করেন একাডেমীর সহকারী শিক্ষিকা শারিনা বেগম।