• আইন আদালত/সাজা

    ছাতকের শিশু “ইমন” হত্যা মামলার মৃত্যু দন্ডপ্রাপ্ত আসামী গাজীপুর হতে গ্রেপ্তার

      প্রতিনিধি ১৮ মার্চ ২০২০ , ১১:০১:১৩ অনলাইন সংস্করণ

     মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের শিশু ইমন হত্যা মামলায় আদালত কর্তৃক মৃত্যু দন্ডপ্রাপ্ত আসামী ছালেহ(২৫)কে গাজীপুর হতে গ্রেপ্তার করেছে ছাতক থানা পুলিশ। পুলিশ সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান -বিপিএম এর দিক নির্দেশনায় ও সহকারী পুলিশ সুপার মোঃ বিল্লাল হোসেন সহ ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তফা কামাল এর তত্বাবধানে অত্র থানার এসআই মোঃ হাবিবুর রহমান -পিপিএম নেতৃত্বে সংগীয় এস আই মোঃ মহিউদ্দিন, কনস্টেবল সৌরভ বিশ্বাস (কং-২১৯), কনস্টেবল সাকির হোসাইন (কং-৩৬২) ও মোঃ আব্দুল কাইয়ূম সহ গাজীপুর জেলার বাসন থানা পুলিশ এর আন্তরিক সহযোগিতায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে ছদ্ম বেশে আজ ১৮ ই মার্চ রোজ বুধবার বেলা ১১ ঘটিকার সময় বাসন থানাধীন চান্দনা বৌবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সুনামগঞ্জের ছাতক থানাধীন বাতির কান্দী গ্রামের সাত বছর বয়সী শিশু মোস্তাফিজুর রহমান ইমন হত্যা মামলায় আদালত কর্তৃক মৃত্যু দন্ডপ্রাপ্ত পলাতক আসামী একই গ্রাম নিবাসী মৃত কবির মিয়ার ছেলে মোঃ ছালেহ আহমদ (২৫) কে গ্রেপ্তার করেছে। কথিত আসামী ছালেহ আহমদ দীর্ঘ দিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে ছিল। গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে ছাতক থানার এসআই মোঃ হাবিবুর রহমান -পিপিএম বলেন, ছাতক উপজেলার বাতির কান্দী গ্রামের সাত বছর বয়সী শিশু মোস্তাফিজুর রহমান ইমন হত্যা মামলায় আদালত কর্তৃক মৃত্যু দন্ডপ্রাপ্ত পলাতক আসামী একই গ্রাম নিবাসী ছালেহ আহমদ (২৫) কে গাজীপুরের বাসন থানাধীন চান্দনা বৌবাজার হতে আজ ১৮ ই মার্চ গ্রেপ্তার করেছি। কথিত আসামী অন্য আরেকটি মামলায় আদালত কর্তৃক তিন বছরের সশ্রম কারাদণ্ড প্রাপ্ত।

     

    আরও খবর

    Sponsered content