প্রতিনিধি ২৩ মার্চ ২০২০ , ৫:০৭:৪৯ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ প্রতিনিধি।। সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের হাটুরী বাধের(খালের উপর) আড়াই শত মিটার লম্বা গাইড ওয়াল নির্মাণ কাজের উদ্বোধন করা করা হয়েছে।
সোমবার বিকেলে এনজিও সংস্থা লজিকের অর্থায়নে ৮ লাখ টাকা ব্যয়ে এ কাজের উদ্বোধন করেন চরনারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রতন কুমার দাস তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন লজিকের রাতুল রায়,জয় চৌধুরী,সমাজসেবক মোঃ আজিজুল হক,ডাঃ পীজুষ চৌধুরী,ইউপি সদস্য সত্যবান বৈষ্ণব ও ইউপি সদস্য মোঃ আরজ আলী প্রমুখ।
চরনারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রতন কুমার দাস তালুকদার বলেন এই গাইড ওয়াল নির্মাণের ফলে নদী ভাঙ্গলের কবল থেকে আশপাশের শত শত বাড়িঘর ও ফসলী জমি রক্ষা পাবে। তাই সরকারের প্রচেষ্টায় এবং আমার অবহেলিত জনপদে মানুষের নিশ্চিত নিরাপত্তা বেষ্টনী তৈরী করাই হলো আমার কাজ। এই উন্নয়নের ধারা সমুন্নত রাখতে তার প্রচেষ্ঠা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।