প্রতিনিধি ২৮ মার্চ ২০২০ , ৯:৪৫:৩৪ অনলাইন সংস্করণ
ওহিদুল ইসলাম কানাইঘাট প্রতিনিধিঃ সিলেটের কানাইঘাট উপজেলার ৫নং বড়চতুল ইউপির চতুল বাজারে সবজি বাজার, ঔষধের দোকানের সামনে জনসাধারণের নির্ধারিত দূরত্ব বজায় রাখতে রঙ দিয়ে গোল চিহ্নিত করে দেওয়া হয়েছে।
শনিবার (২৮ মার্চ) সকাল ১১টার দিকে এ কর্মসূচির মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে নিরাপদ দূরত্ব বজায় রাখতে ক্রেতা-বিক্রেতাসহ সবাইকে উদ্বুদ্ধ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ৫নং বড়চতুল ইউপি চেয়ারম্যান আবুল হোসাইন চতুলী, সাবেক চেয়ারম্যান মুবশ্বির আলি (চাচাই), বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ইসমাইল আলী, সাবেক সভাপতি আব্দুর রশিদসহ এলাকার মুরব্বী ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।