প্রতিনিধি ৩১ মার্চ ২০২০ , ৫:৪২:০৫ অনলাইন সংস্করণ
ওহিদুল ইসলাম,কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বারিউল করিম খান সোমবার দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত বড়চতুল ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে পায়ে হেটে পরিদর্শন করেন। এসময় নভেল করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে স্বাস্থ্য নির্দেশিকা মেনে চলাফেরা এবং প্রয়োজন ব্যতিত ঘর থেকে বের না হওয়ার জন্য সবার প্রতি আহবান জানান তিনি।
ইউএনও সরকারি উদ্যোগে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় ইউনিয়নের হত দরিদ্র, প্রতিবন্ধি ব্যক্তিদের মাঝে ঘরে ঘরে গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দেন। ইউনিয়নের মোট ২৭টি পরিবারে তিনি খাদ্যসামগ্রী বিতরণ করেন।
৫নং বড়চতুল ইউপি চেয়ারম্যান আবুল হোসাইন বলেন, সরকারি প্রতিটি নির্দেশনা তার ইউনিয়নে মেনে চলার জন্য জনগনকে সচেতন করার জন্য নানা ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।