• লিড

    করোনা ভাইরাস সম্পর্কে মাসুদ চৌধুরীর পরামর্শ ও আহ্বান

      প্রতিনিধি ২৩ মার্চ ২০২০ , ১০:৪২:০৭ অনলাইন সংস্করণ

    স্টাফ রিপোর্টারঃ- আসসালামু আলাইকুম/আদাব প্রিয় এলাকাবাসী —–
    নিঃসন্দেহে বিশ্বব্যাপী একটা সংকটময় সময় অতিক্রম করছি আমরা। করোনা ভাইরাসের ভয়াল থাবায় আমরা দিশেহারা আজ। প্রতিটি মুহুর্ত মৃত্যুভয় তাড়া করে ফিরছে আমাদের। আর এই মৃত্যুভয়ের প্রধানতম কারন হলো কার্যকরী ও প্রমানিত চিকিৎসা ব্যবস্থা না থাকা।
    এমতাবস্থায়, দুটি মাত্র উপায় আমাদেরকে মুক্তি দান করতে পারে।
    প্রথমতঃ মহান সৃষ্টিকর্তার অনুগ্রহ লাভ করা। যার অসীম ক্ষমায় আমরা পরিত্রান পেতে পারি ভয়ংকর হয়ে উঠা এই  ভাইরাসের হাত থেকে। আর..
    দ্বিতীয়তঃ মহান সৃষ্টিকর্তার কৃপা প্রার্থনার সাথে সাথে নিজেদের মাঝে সচেতনতা বৃদ্ধি ও সাবধানতা অবলম্বন করার মাধ্যমে।
    বিভিন্ন উপায়ে ইতিমধ্যে আমরা আজকে এই ভয়ংকর ভাইরাস সম্পর্কে অবহিত হয়েছি। আমরা এখন জানি, কিভাবে সাবধানতা অবলম্বন করতে হবে, কিভাবে নিজেকে ও পরিবারের সদস্যদের রাখা যাবে নিরাপদ এই ভাইরাস থেকে।
    * আমি শুধু অনুরোধ করতে চাই –
    * আমরা যেকোনো তথ্যই পাই না কেনো- তা যেনো ভালোভাবে জেনে ও বুঝে তারপর বিশ্বাস করি।
    * আমরা নিজেরা ভালোভাবে নিশ্চিত হয়ে তবেই যেনো সে তথ্য অন্যদের মাঝে শেয়ার করি।
    * কোনো ধরনের শারীরিক সমস্যা অনুভব করলে সরাসরি বিশেষজ্ঞ চিকিৎসক বা সরকার নির্ধারিত স্থানে যোগাযোগ করি কোনো প্রকার কালক্ষেপণ না করে। কোনো ভাবেই যারা এই ব্যাপারে বিশেষজ্ঞ না তাদের সাথে আলোচনা না করি।
    * অহেতুক আতংকিত না হই এবং অন্যদের ভুল বা অসম্পূর্ণ তথ্য দিয়ে অতংকিত করে না তুলি।
    * যতটুকু সম্ভব বাহিরে যাওয়া থেকে বিরত থাকি।
    * বিশেষ প্রয়োজন ব্যতিতো কোন আত্নীয় স্বজন কিংবা বন্ধু-বান্ধব এর বাসায় না যাই এবং নিজের বাসায় অন্যদের আসতে নিরুৎসাহিত করি।
    নিজের অবস্থানে থেকে সাবধানতা অবলম্বন করে সবাইকে সচেতন হতে সহায়তা করি।
    “আতংক নয়, সচেতনতা বাড়াই”
    যে যেখানেই থাকুক না কেনো, সবাই যেনো নিরাপদে থাকে, সুস্থ থাকে – মহান সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করি।
    # জয় হোক মানবতার।
    আবু আবুল্লাহ্ চৌধুরী (মাসুদ)
    সদস্যঃ জেলা পরিষদ, সুনামগঞ্জ।
    উপদেষ্টাঃ- দৈনিক ভাটি বাংলা ডটকম।
    ২৩-০৩-২০২০

    আরও খবর

    Sponsered content