• সুনামগঞ্জ

    করোনাভাইরাসঃ ডাইরেক্ট এ্যাকশনে জগন্নাথপুরের ইউএনও

      প্রতিনিধি ২৪ মার্চ ২০২০ , ৫:৫১:২৪ অনলাইন সংস্করণ

    মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

    করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে উপজেলা কমিটি কর্তৃক ঘোষিত জরুরী নির্দেশনা অমান্য করায় ডাইরেক্ট এ্যাকশনে মাঠে নেমেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুল আলম মাসুম।
    মরনব্যাধী করোনাভাইরাস সংক্রমক প্রতিরোধে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা কমিটি কর্তৃক জরুরী নির্দেশনা অনুযায়ী ২৪ শে মার্চ মঙ্গলবার দুপুর ১টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত জগন্নাথপুর উপজেলার সকল ঔষধ, খাদ্য সামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান ব্যতীত সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ রূপে বন্ধের ঘোষনা করা হয়।এছাড়া চায়ের দোকান, খাবারের রেস্টুরেন্ট, চুল কাটার সেলুন পরবর্তী নির্দেশনা দেয়ার আগ পর্যন্ত বন্ধ রাখার ঘোষনা দেয়া হয়। ব্যবসায়ীরা জরুরী নির্দেশনা অমান্য করে দোকানপাট খোলা রাখায় মঙ্গলবার দুপুর দেড়টায় উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী জরুরী নির্দেশনা বাস্তবায়ন করতে উপজেলার বিভিন্ন বাজার অভিযান পরিচালনা করেন ইউএনও মাহফুজুল আলম মাসুম।
    এসময় তিনি লাঠি হাতে কঠোর ভ’মিকা রাখেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম জানান, ঘোষিত জরুরী নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    আরও খবর

    Sponsered content