• সুনামগঞ্জ

    করোনাঃ জগন্নাথপুর উপজেলা সদর সহ বিভিন্ন হাট-বাজার ফাঁকা

      প্রতিনিধি ২৭ মার্চ ২০২০ , ৬:২০:২৯ অনলাইন সংস্করণ

    মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ করোনাভাইরাস প্রতিরোধে স্থানীয় প্রশাসনের কঠোর ততপরতায় ফাঁকা হয়ে পড়েছে জগন্নাথপুর উপজেলা সদর সহ সবকটি হাট-বাজার।

    আজ ২৭ শে শুক্রবার সরেজমিন ঘুরে দেখা যায়. সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের প্রধান ব্যস্ততম এলাকায় শহরের ওপর দিয়ে বয়ে যাওয়া টিএন্ডটি সড়ক, থানা রোড, রানীগঞ্জ রোড, জগন্নাথপুর-পাগলা-সুনামগঞ্জ সড়কের কলকলিয়া টেম্পুস্ট্যান্ড এলাকা, জগন্নাথপুর- সিলেট সড়ক সহ উপজেলার সবকটি হাট-বাজার গুলো ফাঁকা দেখা গেছে।
    দেখা যায়নি লোকজনের সমাগম। ছুঁটির এই দিকে
    এসব এলাকা জনশূন্য হয়ে পড়ে। তবে জুম্মার নামাজের জন্য মসজিদ গুলোর মুসল্লিদের উপস্থিত ছিল অন্যান্য দিনের মতো। নামাজ আদায় শেষে মুসল্লিরা নিজ নিজ বাসা বাড়ির উদ্যোগে মসজিদ ত্যাগ করে চলে গেছেন।
    এদিক স্থানীয় প্রশাসনের নির্দেশনায় গত ২৩ শে মার্চ রোজ সোমবার সন্ধ্যার পর থেকে জগন্নাথপুর উপজেলা সদর সহ সবকটি হাট-বাজার এর দোকানপাট বন্ধ রয়েছে। তবে ঔষধ ও নিত্যপন্যের দোকান খোলা আছে।
    সামাজিক দুরুত্ব বজায় রাখতে দিন-রাত আইন সৃঙ্খলী বাহিনীর টহল অব্যাহত রয়েছে।
    জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুল আলম মাসুম বলেন, জুরুরী প্রয়োজনে যারা ঘর থেকে বের হবেন তাঁরা অবশ্য মাস্ক ব্যবহার করতে হবে। অপ্রয়োজনে কেউ ঘুরাঘুরি করে তাদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    আরও খবর

    Sponsered content