• লিড

    করোনা প্রতিরোধে সুনামগঞ্জ পৌরবাসীর পাশে মেয়র নাদেরঃ ১০০০০ হাজার পরিবারকে খাদ্যসামগ্রী দেওয়ার উদ্যোগ

      প্রতিনিধি ২৮ মার্চ ২০২০ , ২:২২:২৬ অনলাইন সংস্করণ

    মৃনাল কান্তি দাসঃ দেশের এ ক্রান্তি লগ্নে করোনা ভাইরাস প্রতিরোধে সকাল থেকে রাত্র পর্যন্ত জনগনের অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করছেন সুনাম গঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত। করোনা ভাইরাস প্রতিরোধ ও প্রতিকারে সর্বাগ্রে তিনি পৌরসভার পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি অব্যাহত রেখেছেন। তিনি পৌরসভার উদ্যোগে ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় পৌরসভার রাস্তাঘাট ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করছেন। তাছাড়া মশা নিধন কার্যক্রম অব্যাহত রয়েছে।

    বিভিন্নসুত্রে জানা গেছে, মেয়র পৌরবাসীকে সাথে নিয়ে হাতধোয়া কর্মসূচী, পরিস্কার পরিচ্ছন্নতাসহ জনগণের স্বার্থে বিভিন্ন অভিযান শুরু করেছেন।

    করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা পৌরসভার প্রতিটি পয়েন্টে হাতধোঁয়ার ব্যবস্থা করেছেন।

    এছাড়াও অসহায় ও দরিদ্র মানুষের পাশে থেকে তাদের সর্বাত্মক সহযোগিতা করছেন। এটুকুতে ক্ষান্ত হননি তিনি তার পৌরসভার প্রতিটিা বাজার মনিটরিং করছেন যাতে এ সুযোগে কোন অসাধু ব্যবসায়ী পন্যমূল্য বেশি রাখতে না পারে। এতে পন্যমূল্য স্থিতিশীল রাখতে তিনি অগ্রনী ভুমিকা রাখছেন।

    সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সোয়েব চৌধুরী জানান, মেয়র নিজের জীবনের কথা না ভেবে সারাক্ষন জনগনের কথা ভেবে অকুতভয়ে কাজ করে যাচ্ছেন। জনগনের যানমালের নিরাপত্তাকে অগ্রাধীকার দিয়ে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করছেন। প্রতিটি জনপ্রতিনিধি যদি মেয়রের মতো কাজ করতো তবে খুব সহজে জনগনের দূর্ভোগ লাগব হতো।

    এ ব্যাপারে মেয়র বলেন, দেশের এ দুঃসময়ে ঘরে বসে থাকার জন্য জনপ্রতিনিধি হইনি। জনগনের সেবা করাই আমার একমাত্র লক্ষ্য। আমার পৌরসভার প্রতিটা মানুষ আমার পরিবারের সদস্য। আমি থাকতে আমার পরিবারের একজন সদস্য সমস্যায় থাকবে, তা আমি মানতে পারব না। করেনার প্রভাব ঠেকাতে কাল থেকে পৌরসভার প্রতিটি গরীব ও অসহায় পরিবারের ঘরে ঘরে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে খাবার পৌঁছে দিব। সরকার থেকে আমরা ১০০০ টি পরিবারের জন্য খাদ্যসামগ্রী বরাদ্দ পেয়েছি। তবে আমি আমার সুনামগঞ্জবাসীর সহযোগিতায় এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে সুনামগঞ্জ পৌরসভার ১০০০০ হাজার পরিবারকে খাদ্যসামগ্রী পৌঁছে দিব।

    আরও খবর

    Sponsered content