প্রতিনিধি ২ মার্চ ২০২০ , ১২:১১:৫৪ অনলাইন সংস্করণ
তিনি বলেন, ‘সোমবার ভোরে মুচচি এলাকার জাদিমোড়া পাহাড়ে কুখ্যাত ডাকাত জকিরের সন্ধানের খবরে তিনিসহ র্যাবের একটি দল ওই ক্যাম্পের পাশের পাহাড়ে অভিযান চালান। এ সময় পাহাড় থেকে র্যাবকে লক্ষ্য করে গুলি চালায় ডাকাত দল। র্যাবও আত্মরক্ষার্থে গুলি চালায়। এতে সাত রোহিঙ্গা ডাকাত নিহত হয়।’
সাতটি লাশ ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে। আশপাশের এলাকায় এখনো অভিযান চলছে।
ND