• ত্রাণ বিতরণ

    এই কঠিন সময়ে মানুষের পাশে দাড়িয়েছে কানাইঘাটে নেপচুন স্টুডেন্ট এসোসিয়েশন

      প্রতিনিধি ৩১ মার্চ ২০২০ , ৫:২১:০৪ অনলাইন সংস্করণ

    ওহিদুল ইসলাম,কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাটে নেপচুন স্টুডেন্ট এসোসিয়েশনের উদ্যোগে খাদ্যসামগ্রী কানাইঘাট ৬ নং সদর ইউনিয়নের (চটিগ্রাম, কচুপাড়া, ছোটদেশ) এলাকায় অবস্থানরত প্রায় অর্ধশত ছিন্নমূল মানুষকে তিন দিনের খাদ্যসামগ্রী প্রদান করেছে নেপচুন স্টুডেন্ট এসোসিয়েশন (এনএসএ) নামের সামাজিক সংগঠন।।

    মঙ্গলবার (৩১ মার্চ) সদর এলাকার ৩ টি গ্রামে সংগঠনের সদস্যদের নিজস্ব অর্থায়নে প্রায় অর্ধশত মানুষের মধ্যে পিয়াজ,আলু ডাল, লবণ, তেল, সাবান ও প্রাথমিক চিকিৎসার জন্য ঔষধ বিতরণ করা হয়।
    দেখা যায়, ২ কেজি পেয়াজ, আড়াই কেজি আলু, ২ কেজি ডাল,১ কেজি লবণ,১ লিটার খাবার তেল, একটি সাবান ও কিছু ঔষধ একটি প্যাকেটের মধ্যে করে প্রায় অর্ধশত ছিন্নমূল মানুষের মধ্যে বিতরণ করা হয়।
    বিতরণের সময় সংগঠনের সদস্যরা করোনাভাইরাস থেকে নিজেদের সুরক্ষার জন্য সুরক্ষিত কাপড় ও মাস্ক পরিধান করে। এবং যাদের মধ্যে বিতরণ করা হয় তাদের মাঝে নির্ধারিত দূরত্ব বজায় রেখেই বিতরন কাজ করেনএ সময় সংগঠনের সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন শাকিল বলেন, ছিন্নমূল মানুষেরা বিভিন্ন কাজে নিয়োজিত ছিলো।এরা কেউ দিন আনে দিন খায়।আবার কারো পরিবারে উপার্জনের লোক নেই। করোনা ভাইরাসে কারণে এদের জীবিকা নির্বাহের পথও বন্ধ। তাই একজন মানুষ হিসেবে, মানবিক দায়িত্ব থেকে আমরা নিজ সংগঠন থেকে নিজস্ব অর্থায়নে তাদের মধ্যে এসব নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছি।
    ও কী কী নিয়ম মেনে চলাফেরা করলে করোনা ভাইরাস থেকে মুক্তি লাভ করা যায় তা সম্পর্কে অবহিত করে ঘরে থাকার অনুরোধ করেছি।তিনি বলেন আমরা ২০১২ সাল থেকে এই সংগঠনের মাধ্যমে বিভিন্ন দুর্যোগে মানুষের সেবা করে আসতেছি।
    বিতরণ কালে সে সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ইমরানুর রহমান, কোষাধ্যক্ষ মাহবুবুল আলম,,প্রচার সম্পাদক আব্দুল বাছিত,দপ্তর সম্পাদক শাহ নেওয়াজ, ত্রাণ বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম, আপ্যায়ন সম্পাদক রুবেল আহমদ ও শামস উদ্দিন।।

    কোষাধ্যক্ষ মাহবুব তার বক্তব্যে বলেন আমরা সরকারি অনুদান ও সমাজের বিত্তশালীদের সহযোগিতা পেলে আমরা আমাদের এই কার্যক্রম কে আরো এগিয়ে নিয়ে যাবো এবং অসহায় মানুষের পাশে দাড়াতে পারবো।।

    আরও খবর

    Sponsered content