• আহত / নিহত

    আগুনে পুরে অসহায় এতিম সাবিনা বেগম গুরুতর আহত, সাহায্যের আবেদন

      প্রতিনিধি ১৮ মার্চ ২০২০ , ৯:৫৪:১২ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জ প্রতিনিধি।। রান্না করতে গিয়ে আগুনে পুরে অসহায় এতিম সাবিনা বেগম গুরুতর আহত হয়ে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উন্নত চিকিৎসার জন্য সমাজ ও রাষ্ট্রের বিবেকবান মানুষজনের দিকে সাহায্যের হাত বাড়িয়েছেন তার পরিবারের সদস্যরা।
    জানা যায় গত ১৩ই মার্চ সাবিনা আয়ার কাজ করতে গিয়ে সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্যা সেলিনা আবেদিন এর বাসায় কাজ করার সময় চুলার আগুন সাবিনা বেগমের পড়নের কাপড়ে লেগে সারা শরীরের প্রায় ৭০%দেহ পুড়ে যায়। তার চিৎকার শুনে আশপাশের লোকজনের সহযোগিতায় তাকে উদ্ধার করে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে এনে ভর্তি করা হয়। বর্তমানে সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সাবিনার উন্নত চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন তাকে বাচাতেঁ সমাজের ধন্যাট্য ও বৃত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন আগুনে পোড়া সেই আয়া ও মেয়েটির পরিবার। ছোট বেলায় তার বাবা মারা যাওয়ার পর বৃদ্ধ মাকে রোজগার করে খাওয়ানোর জন্য মানুষের বাসায় বাসায় আয়ার কাজ করে জীবন জীবিকা পরিচালনা করে আসছিলেন সাবিনা । সে সুনামগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের হাছন নগর নিসর্গ আবাসিক এলাকার বাসিন্দা। সাবিনাকে বাচাতেঁ এগিয়ে আসুন সাহায্য পাঠাতে যোগাযোগ করুন মোবাইল=(০১৭৩৪০৬৯৪২৫)।

    আরও খবর

    Sponsered content