• অনিয়ম / দুর্নীতি

    হাওরে বিন্দু পরিমান জমি না থাকা স্বত্বেও পিআইসির সভাপতি ও সদস্য সচিব করায় জেলা প্রশাসকের কাছে অভিযোগ

      প্রতিনিধি ১১ ফেব্রুয়ারি ২০২০ , ১২:৫৯:১৩ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জ প্রতিনিধি: হাওরে বিন্দু পরিমান জমি না থাকা স্বত্বেও পিআইসির সভাপতি ও সদস্য সচিব করায় জেলা প্রশাসক বরাবরে অভিযোগ দায়ের করা হয়েছে।
    আজ মঙ্গলবার সুনামগঞ্জ জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন শাল্লা উপজেলাধীন সুখলাইন গ্রামের কৃষক অলোক কুমার চৌধুরী, জহুর লাল দাস, শ্রীপ্রসাদ দাস, কৃঞধন দাস, ইন্দ্র কুমার দাস ও ইদুল কান্তি দাসের যৌথ স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ সুত্রে জানা যায় শাল্লা উপজেলাধীন ৩নং বাহারা ইউনিয়নের অন্তর্গত সুখলাইন গ্রামের স্থায়ী বাসিন্দা এবং প্রকৃত কৃষকদের বাদ দিয়ে সুখলাইন গ্রামের মৃত সুখময় দাসের ছেলে সুবল চন্দ্র দাস যার হাওরে কোন জমি নেই তাকে এবং ঘুঙ্গিয়ারগাওঁ গ্রামের মৃত কৃষ্ণ কান্ত রায়ের ছেলে কালীপদ রায়কে ভুল তথ্য পেয়ে সদস্য সচিব করেছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটি। এবং বিন্দু মাত্র জমি না থাকা সত্যেও সুবল চন্দ্র দাস ও কালীপদ রায় প্রকল্প কমিটির কাছ থেকে পআিইসি নং-৮৫ নিয়ে যায়। যার ফলে কৃষকরা হতাশাগ্রস্ত অবস্থাধীন রয়েছেন বলে অভিযোগ রয়েছে। এছাড়াও ধর্মীয় প্রতিষ্ঠান আখড়ার জায়গার মাটি এক্সেভেটর মেশিন দিয়ে কেটে নেওয়ার অভিযোগ রয়েছে তাদের উপর । এই পিআইসির সভাপতি ও সদস্য সচিবের বিরুদ্ধে নানান অভিযোগ উল্লেখ করা হয়। বিষয়টি সরেজমিনে তদন্ত করে ৮৫নং পিআইসির সভাপতি ও সদস্য সচিবকে বাদ দিয়ে প্রকৃত কৃষকদের নিয়ে পিআসি গঠন করার জন্য জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন কৃষকরা। বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক ব্যবস্থা গ্রহন করবেন জেলা প্রশাসন এমটি প্রত্যাশা করেন আবেদনকারী কৃষকবৃন্দ।
    এ ব্যাপারে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

    আরও খবর

    Sponsered content