প্রতিনিধি ১৬ ফেব্রুয়ারি ২০২০ , ১২:৩৩:১৮ অনলাইন সংস্করণ
এম এ মোতালিব ভুঁইয়াঃ দোয়ারাবাজারের হকনগর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি,সেক্রেটারী ও ক্যাশিয়ারকে লিগ্যাল নোটিশ দিয়েছেন সমিতির সদস্য মুজিবুর রহমান। সমিতির হিসাব-নিকাশ ৩০ দিনের মধ্যে প্রদান করার সময় বেঁধে দিয়ে এ আইনী নোটিশ প্রদান করেছেন।
লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়েছে, ২০০৪ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত সকল সদস্যের জমাকৃত টাকার হিসাব,কন্টিবিউশনের টাকার হিসাব,পানি লীজের টাকার হিসাব,সদস্যদের চাদা ও শেয়ার হোল্ডারদের লভ্যাংশের হিসাব,শেয়ার বিক্রির হিসাব,সমিতি থেকে দেওয়া লোনের লভ্যাংশের হিসাব দেওয়ার দেওয়ার জন্য ৩০ দিনের সময় সীমা বেধে দিয়ে নোটিশ পাঠানো হয়েছে।সমিতির আয়-ব্যয়ের হিসাব দেওয়ার জন্য মৌখিক ভাবে বার বার তাগদা দেওয়া হলেও সমিতির সভাপতি ,সেক্রেটারী ও ক্যাশিয়ার সমিতির হিসাব দেম দিচ্ছি বলে সময় ক্ষেপন করে সকল সদস্যের সাথে ছল ছাতুরী ও প্রতারনার আশ্রয় নিয়ে বাংলাদেশ দন্ডবিধির ৪০৬/৪২০ ধারার শাস্থি যোগ্য অপরাধ করেছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
এ ব্যাপারে মুজিবুর রহমান জানান, সমিতির হিসাব নিকাশ না দিয়ে তাল বাহানা শুরু করেছে তাই সমিতির নিরীহ সদস্যদের পক্ষ থেকে এ্যাডভোকেট আবুল বাশার সাহেবের মাধ্যমে তাদেরকে লিগ্যাল নোটিশ প্রদান করেছি।আগামী ৩০ দিনের মধ্য সমুদয় হিসাব নিকাশ না দিলে মামলা করা হবে।
এ ব্যাপারে সমিতির সভাপতি আব্দুল আহাদ জানান আমরা এখনো নোটিশ পায়নি।